জানুয়ারি থেকে যুক্তরাজ্যের রাস্তায় চালকবিহীন গাড়ি


প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৪ আগস্ট ২০১৪

আগামী জানুয়ারি থেকে রাস্তায় চালকবিহীন গাড়ি চলাচলের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এ জন্য পরীক্ষামূলকভাবে চালকবিহীন গাড়ি চালানোর জন্য তিনটি শহর নির্বাচন করবে দেশটির সরকার। ইতোমধ্যে এ জন্য আগ্রহী শহরগুলোকে একটি নির্বাচনী প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

চালকবিহীন গাড়ি চালানোর জন্য দেশটির সড়কের নীতিমালাও পর্যালোচনা করার আদেশ দেওয়া হয়েছে। দেশটির বাণিজ্য সচিব ভিন্স কেবল জানান, আজকের ঘোষণার ফলে আগামী ৬ মাসের কম সময়ের মধ্যেই রাস্তায় চালকবিহীন গাড়ি দেখা যাবে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নেভাদা ও ফ্লোরিডা রাজ্যে ইতোমধ্যে চালকবিহীন গাড়ির পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে ক্যালিফোর্নিয়ায় গুগলের চালকবিহীন গাড়ি ইতোমধ্যে ৩ লাখ মাইল চলাচল করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।