অরাজকতা সৃষ্টি করলে বিষ দাঁত ভেঙ্গে দেওয়া হবে


প্রকাশিত: ০৯:৫১ এএম, ০৩ আগস্ট ২০১৪

বিএনপি-জামায়াত যদি আবারো ১৩ সালের মতো পেট্রোল ও বোমা মেরে অরাজকতা সৃষ্টি করে তবে তাদের বিষ দাঁত ভেঙ্গে দেওয়া হবে বলে হুিশয়ারি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘নাগরিক সমাজ’ আয়োজিত বঙ্গবন্ধুর ৩৯তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল কবির রিজভীর বক্তব্যে আবারো অরাজকতার আভাস পাওয়া যাচ্ছে। তিনি বলেছেন, সরকার অস্ত্রের ভাষায় কথা বললে তারাও চুপ থাকবে না। আমি বলি সরকার কখনো অস্ত্রের ভাষায় কথা বলেনি, বলার কথাও না। আপনার কথায় আমরা ১৩ সালের মতো পরিস্থিতি সৃষ্টির আভাস পাচ্ছি। যদি এমন কোনো পরিবেশ সৃষ্টি করেন তবে আমরা বসে থকবো না।

তিনি আরও বলেন, বিএনপির নেতারা বলেছেন ঈদের পর আন্দোলন করবেন। অথচ ঈদের পাঁচ দিন অতিবাহিত হলেও তাদের কোনো খবর নেই। এখন বিএনপি নেতাদের কেউ সিঙ্গাপুর, কেউ লন্ডনে, কেউ সৌদি আরবে চলে গেছেন। কয়েকদিন পর তাদের এ হুমকিগুলো ফাঁকা আওয়াজে পরিণত হবে।

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ঘুমন্ত বাঙালিকে হেমিলনের বাঁশিওয়ালার মতো জাগিয়ে তুলে দেশ স্বাধীন করেছিল। তবে দু:খজনক হলেও সত্য যে, যারা ঘটনা চক্রে মুক্তিযোদ্ধা হয়েছিল তাদের ষড়যন্ত্রের কারণেই সাড়ে তিন বছরের মথায় তিনি খুন হন।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, নগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য হেদায়েতুল্লাহ স্বপন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।