স্টাইলিশ প্যান্ট


প্রকাশিত: ০৪:৩১ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৫

প্যান্ট এখন অনেকটাই কোমলরূপে মেয়েদের পোশাক হিসেবে নিজেকে উপস্থাপন করছে। প্যান্টকে মেয়েরা তাদের প্রিয় পোশাকের তালিকায় স্থান দিয়েছে অনেক আগে থেকেই। কিশোরী, মধ্যবয়স্ক নারী, শিক্ষার্থী কিংবা করপোরেট কর্মকর্তা সববয়সী নারীর কাছেই সমান প্রিয় এই প্যান্ট।

কেমন প্যান্ট চাই

থ্রি-কোয়ার্টার, ডিভাইডার প্যান্টের সঙ্গে বর্তমানে ফ্যাশন সচেতন মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের তালিকায় স্থান পেয়েছে পায়ের দিকে একটু চাপা ধরনের লেগিংস। সবকিছুকে ছাড়িয়ে এখন চলছে পালাজ্জোর দাপট। আর এগুলোই হচ্ছে হালের ফ্যাশন। আগে কয়েকটি রঙ থাকলেও এখন মেয়েদের প্যান্ট নীল, স্কাই, কালো, লাল, গোলাপি, সবুজ, বেগুনিসহ সব রঙের দেখা যাচ্ছে। মিলিয়ে নিন, ঠিক কোন স্টাইলের প্যান্ট আপনার দরকার-

স্ট্রেট লেগ প্যান্ট
আপনার শরীরের আকার যেমনই হোক না কেন এ স্টাইলের জিন্স সব সময়ের জন্য গ্রহণযোগ্য ক্লাসিক স্টাইল।

লুজ ফিট জিন্স
এটি চলাচলের জন্য সুবিধাজনক লুজ জিন্স। যারা আঁটসাঁট পোশাক পরতে চান না, তাদের জন্য উত্তম স্টাইল এটি।

বুট কাট প্যান্ট
এ স্টাইলের জিন্স হাঁটুর নিচ থেকে ফিটিং এবং পায়ের গোড়ালির দিকে ছড়ানো থাকে। যাদের শরীরের নিচের দিকটি ভারি এ স্টাইলটি তাদের জন্য।

স্কিন প্যান্ট
এটি অনেক প্রচলিত একটি স্টাইল, স্লিম সেপের মেয়দের জন্য এ স্টাইলটি। যে কোনো পোশাকের সঙ্গেই পরা যায়।

জেগিন্স
বর্তমান বাজারে জেগিন্সের প্রচলন লক্ষণীয়। যদিও তা জিন্স কাপড়ের নয় তবুও জিন্সের মতো দেখতে। হালকা এ স্লিম ফিট প্যান্ট ইদানীং বেশ জনপ্রিয়তা পেয়েছে। হালকা গড়নের মেয়েদের সঙ্গে এ প্যান্ট বেশ মানানসই।

ক্যাপ্রি
ক্যাপ্রি এক ধরনের প্যান্ট যা সাধারণত গরমের সময় বেশি পরা হয়ে থাকে। এটি থ্রি-কোয়ার্টার নামেও পরিচিত। ক্যাপ্রির লম্বা সংস্করণটিকে হাই-ওয়াটারস বলে। হাঁটুর নিচের কাফের মধ্যভাগে বা ঠিক কাফের নিচে এসে এ প্যান্ট শেষ হয়। উঠতি বয়সের কিশোরী ও তরুণীদের মধ্যে ক্যাপ্রি প্যান্ট বেশ জনপ্রিয়।

পালাজ্জো
জনপ্রিয়তার মাপকাঠিতে পালাজ্জো এখন সবচেয়ে এগিয়ে। ঢিলেঢালা আর ফ্যাশনেবল বলে পালাজ্জোর দিকেই আগ্রহ বেশি এখনকার তরুণীদের। ওপরের দিকটা মাঝারি চাপানো হলেও নিচের দিকটা বেশ ছড়ানো। কামিজ, কুর্তি কিংবা টপ সবকিছুর সঙ্গেই মানানসই এ পালাজ্জো।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।