চার জেলায় বিদ্যুৎ অফিসে ককটেল হামলা


প্রকাশিত: ০৭:২৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

চট্টগ্রাম, মাগুরা, কিশোরগঞ্জ ও বগুড়ায় বিদ্যুৎ অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে

চট্টগ্রাম
নগরীর চান্দগাঁও থানার কালুরঘাটে স্থানীয় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে অবরোধ সমর্থকরা। এসময় তারা কেন্দ্রের মূল ভবনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং গাড়ি ভাঙচুর করে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া পুলিশকে লক্ষ্য করে এবং পিডিবি ভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এবং নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বগুড়া
বগুড়া শহরের টেম্পল রোডে বিদ্যুৎ অফিসে শনিবার রাতে পিকেটাররা দুটি ককটেল বিস্ফোরণ ও একটি পেট্রলবোমা নিক্ষেপ করে। অফিস চত্বরে আগুন ধরে গেলে কর্মচারীরা তৎক্ষণাৎ নিভিয়ে ফেলেন। অল্পের জন্য অফিসটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এসময় আতংকে ওবায়দুল সরকার নামে এক সহকারী লাইনম্যান জ্ঞান হারিয়ে ফেলেন। শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় শুক্রবার রাতে দুর্বৃত্তরা একটি চলন্ত ফার্নিচার বোঝাই ট্রাকে পেট্রলবোমা হামলা করে। ট্রাকে আগুন ধরে গেলে ফার্নিচারগুলো পুড়ে যায়। চালক আবদুল কুদ্দুস দগ্ধ ও ফার্নিচারের মালিকের প্রতিনিধি মিলন সামান্য আহত হয়েছেন।

মাগুরা
রাত ১০টার দিকে মাগুরা বিদ্যুৎ অফিসে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে সেখানে আগুন ধরে যায়। সেখানে প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়।

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সোয়া ৯টার দিকে অভিযোগ কেন্দ্রের পেছন দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।