পানিই জীবন


প্রকাশিত: ০৩:৪১ এএম, ২৯ জানুয়ারি ২০১৫

ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি, পানির অপর নাম জীবন। আসলেই তাই। পানি ছাড়া আমাদের একটি দিনও কাটানো সম্ভব নয়। সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন বিশুদ্ধ পানি পান করতে হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, একজন পুরুষের দিনে ৩ লিটার ও নারীর ২ লিটারের সামান্য বেশি পানি পান করা উচিৎ। তবে পরিশ্রম বেশি হলে, পানি পানের মাত্রাটা আরও ১ লিটার বাড়ানো যেতে পারে। চলুন পানি পানের উপকারিতা সম্পর্কে জেনে নিই-

১. ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২. ত্বকের ঔজ্জ্বল্য, লাবণ্য ও কমনীয়তা বাড়ায়।
৩. অবসাদ, ক্লান্তি ও অবসন্নতা দূর করে এবং মুড ভাল রাখে।
৪. সাধারণ ও মাইগ্রেইন জাতীয় মাথাব্যথা দূর করে।
৫. হজম বা বিপাকীয় প্রক্রিয়াকে শক্তিশালী করে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।
৬. শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ও স্বাভাবিক রাখে।
৭. ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে।
৮. রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বহু রোগে আক্রান্ত হবার ঝুঁকি বহুলাংশে কমায়।
৯. নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে।
১০. দীর্ঘদিন পর্যন্ত তারুণ্য ধরে রাখতে সহায়তা করে।
১১. মাংসপেশী বৃদ্ধিতে সাহায্য করে।
১২. শরীরের বিভিন্ন সংযোগপেশীকে সবল ও স্থিতিস্থাপক রাখে।

এইচএন/এমএস







পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।