চুলের বৈচিত্র্যময় সাজ


প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬
মডেল : সুজানা, ছবি : মঞ্জুরুল আলম

চুল আমাদের শরীরের এমন একটি অংশ যা আমাদের সাজের ক্ষেত্রে ভিন্নতা আনতে যথেষ্ট। ভিন্নভাবে বাঁধা চুল আপনার মুখের গড়নেই শুধু পরিবর্তন আনে না বরং আপনার পুরো বাহ্যিক সাজে নিয়ে আসে পরিবর্তন। অফিসে, বাড়িতে, পার্টিতে কোথায় কিভাবে চুল সাজালে ভালো লাগবে তা নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। তাই জেনে নিন খুব সহজে কোথায় কোন ধরনের চুলের সাজে আপনাকে মানাবে, আর আপনি হয়ে উঠবেন সবার মাঝে থেকেও ভিন্ন।

পার্টিতে চুলের সাজ :
সামনের দিকে হালকা ফুলিয়ে চুল পেছনে ছেড়ে দিতে পারেন। সালোয়ার-কামিজের সঙ্গেও ছেড়ে রাখতে পারেন চুল। সেক্ষেত্রে চুলের একটি সুন্দর কাট দিয়ে নিন। আপনার চুলের সঙ্গে রঙিন হেয়ার এক্সটেনশন করে বদলে দিতে পারেন আপনার চেহারা। তবে এক্ষেত্রে পোশাকের রঙের দিকটি মাথায় রাখুন। ফতুয়া ও জিন্সের সঙ্গে খোঁপা মানানসই হবে না। তাই পাশ্চাত্য পোশাকের সঙ্গে খুলে দিন চুল অথবা সামনের দিকে ব্যাককোম্ব করে একটু ফুলিয়ে দিতে পারেন।

বড় বা মাঝারি চুলও সম্ভব হলে ছেড়ে দিতে পারেন। চুলগুলো বেঁধে নিন হাফনট স্টাইলে। অর্ধেক চুলে হাফনট করে তাতে শক্ত করে আটকে দিন ড্রেসের রঙের সঙ্গে মানানসই পাথর বসানো পাঞ্চ ক্লিপ দিয়ে। সাধারণ হাতখোঁপা করে তাতে ব্যবহার করতে পারেন রুপার তৈরি কাঁটা। এটি চুলের সাজে আভিজাত্য ফুটিয়ে তোলে। এ ছাড়া লম্বা চুলে বেণি করে তাতে লাগানো যেতে পারে বাহারি রঙের ফুল।

ঘরোয়া উৎসবে চুলের সাজ :
ঘরোয়া কোনো উৎসবে ছোট বা মাঝারি চুলে এক পাশে সিঁথি করে বাকি চুল ছেড়ে দিন। এছাড়া মাথার সামনের কিছু চুল ছোট পাঞ্চ ক্লিপের সাহায্যে হালকা পাফ করে বাঁধতে পারেন। তারপর বাকি চুল একটু উঠিয়ে হাতখোঁপা করে তাতে দিতে পারেন সুদৃশ্য কোনো কাঁটা। একটু আলাদা সাজ চাইলে করতে পারেন ফ্রেঞ্চ বেণি অথবা পনিটেল।

কর্মক্ষেত্রে চুলের সাজ :
আপনাকে যদি রোজ কর্মক্ষেত্রে ছুটতে হয়, তবে খুব কম সময়ে চুল সাজানোর কিছু সহজ টিপস মাথায় রাখতে হবে। সকালে অফিসে যাওয়ার আগে চুলের জন্য খুব বেশি সময় দেয়ার দরকার নেই। আপনার চেহারার আকার ও ধরন অনুযায়ী সুন্দর একটি কাট দিয়ে নিলে ব্যস্ত সময়ের অনেকটাই বেঁচে যায়। প্রায় সবাইকে লেয়ার কাটে মানিয়ে যায়। আপনার পছন্দ অনুযায়ী বড়-ছোট কাট দিতে পারেন। এই কাট রেখে চুলকে ব্লোড্রাই করে নিচের দিকে হালকা কোঁকড়ানো ভাব আনতে পারেন। ভলিউম কাটের সঙ্গেও এভাবে খোলা রাখতে পারেন চুল।

যাদের সামনে ব্যাংগস কাট, তারা সামনের দিকে কয়েকটি চুল ছড়িয়ে দিন। পেছনের দিকের চুলটা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিন একটা আলতো খোঁপা। কিছুটা চুলের নিচে ছেড়ে রাখলেও ক্ষতি নেই। অফিসে ফতুয়া পরলে উঁচু করে পনিটেইল করে নিতে পারেন। এছাড়া পনিটেইল থেকে চুল নিয়ে দুটি বেণি করে কান বরাবর এনে ক্লিপে আটকে নিন। কর্পোরেট লুক আনতে চুলে করতে পারেন নিচু করে পনিটেইল। একপাশে সিঁথি করে পুরো চুলটাকে চ্যাপটা করে নিতে পারেন পনিটেইল, তার পেছনে সুন্দর একটি ঝুঁটি।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।