রূপচর্চায় মসুর ডাল


প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

সৌন্দর্য্যচর্চায় জন্য খুব বেশি কিছুর দরকার নেই। হাতের কাছের সহজলভ্য সব জিনিস ব্যবহার করেও আপনি হয়ে উঠতে পারেন অনন্য সুন্দর। এই যেমন, মসুর ডালের প্যাক লাগিয়ে আপনি হতে পারেন ফর্সা, কোমল ও সুন্দর ত্বকের অধিকারী। দীর্ঘদিন যদি নিয়ম মেনে মুখে মসুরের ডালের প্যাক লাগান তাহলে সহজেই আপনার মুখের কালো ছাপটা দূর হয়ে যাবে। চলুন এ প্যাক কী করে তৈরি করবেন তা জেনে নিই-

. মসুর ডাল রাতে দুধের মধ্যে ভিজিয়ে রাখুন। সকাল বেলা ডাল পিষে মুখে লাগান। রোজ যদি মুখে এ প্যাকটা লাগান, আপনার চেহারার কালো ভাবটা দূর হয়ে যাবে। মসুরের ডাল পিষে তার মধ্যে মধু এবং দই মিশিয়ে মুখে লাগান। এতে আপনার ত্বক সতেজ হবে।

. যদি মুখে বা পিঠে দাগ হয় মসুরের ডালের মধ্যে চালের পেস্ট মিশিয়ে ওর মধ্যে চন্দন গুঁড়ো, মুলতানি মাটি, কমলা লেবুর শুকনো চোকলা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর মধ্যে দুই চামচ শসার রসও মেশাতে পারেন। মুখে এবং শরীরের নানা স্থানে ওই পেস্ট লাগান। শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলুন।

. মসুর ডাল গুঁড়ো করে তার মধ্যে ডিমের হলুদ অংশটা মেশান। রোদের মধ্যে এই পেস্ট শুকিয়ে শিশির মধ্যে ভরে রেখে দিন। প্রতিদিন রাতে শোয়ার আগে দুই ফোঁটা লেবুর রসের সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে মুখে লাগান। আধ ঘণ্টা রাখার পরে মুখটা ধুয়ে ফেলুন। এতে আপনার মুখের রং ফর্সা হয়ে যাবে।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।