পাবর্তীপুরে দুর্ঘটনার হাত থেকে বাঁচলো যাত্রীবাহী ট্রেন


প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৫

পার্বতীপুর রেল জংশনে যাত্রীবাহী ট্রেনের লোকোমোটিভ মাস্টারের দক্ষতায় মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল সেভেন আপ ট্রেনের যাত্রীরা।

জানা যায়, বগুড়া থেকে আসা দিনাজপুরগামী সেভেন আপ মেইল ট্রেনটি রোববার রাত ৭টায় ৩০ মিনিটে খোলাহাটি রেল স্টেশন থেকে ছেড়ে পার্বতীপুর রেলজংশন স্টেশনের স্টার্টার সিগনাল পার হয়ে প্রবেশের সময় লোকোমোটিভ মাস্টার মজিবর রহমান দেখতে পান একই লাইনে আর একটি রেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে। এ সময় তিনি অত্যন্ত দক্ষতার সাথে দ্রুতগতিতে ট্রেনটি দাঁড় করিয়ে দেন।

এ বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর সুইজ কেবিনের (সিএসএম) আব্দুর রাজ্জাক এবং  দাঁড়িয়ে থাকা ইমার্জেন্সি পাইলট ইঞ্জিনের লোকোমোটিভ মাস্টার আলমগীর হোসেন পরস্পরকে দায়ী করেন। পার্বতীপুরের স্টেশন মাস্টার জিয়াউল আহ্সানের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি কিছুই জানেন না বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।