ঠোঁটের কালচেভাব দূর করুন নিমিষেই


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৪ আগস্ট ২০১৬
মডেল : মেঘলা

আমাদের মুখের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে ঠোঁটের রঙের ওপর। কিন্তু ঠোঁটের কালচে রঙের কারণে অনেকেই অস্বস্তিতে ভোগেন। ঠোঁট নিয়ে এমন সমস্যায় পড়তে পারেন নারী বা পুরুষ যে কেউ-ই। তবে মন খারাপের কিছু নেই। ঠোঁটের কালো রং দূর করার জাদু রয়েছে আপনারই হাতে। চলুন জেনে নিই ঠোঁটের কালচেভাব দূর করার কিছু উপায়-

একটা লেবুর অর্ধেক কেটে তার উপর দুই ফোঁটা মধু দিয়ে বৃত্তাকারে ঠোঁটে ম্যাসাজ করতে হবে। এরপর বরফ জলে ঠোঁট ধুয়ে নিলে ভালো ফল পাবেন।

সকালে দাঁত ব্রাশ করার সময় সাবধানে ঠোঁটও ব্রাশ করতে পারেন। এতে ঠোঁটের মরা কোষ ঝরে যায়।

লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁটের কালোভাব দূর হবে।

ধনেপাতার রস ঠোঁটের কালোভাব দূর করতে খুব বেশি কার্যকরী। তাই নিয়ম করে ঠোঁটে ধনেপাতার রস লাগাত পারেন।

প্রতিদিন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে।

রাতে ঘুমাতে যাওয়ার আগে নারিকেলের তেলের সঙ্গে বাদাম তেল মিশিয়ে ঠোঁটে লাগান। সপ্তাহে দু’দিন এই প্যাকটি ব্যবহার করুন। কালো দাগ দূর হবে।

মুলতানি মাটি, কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হবে।

শসা ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে দিনে ৩ থেকে ৪ বার ঠোঁটে লাগান। ঠোঁটের কোনা কালো হয়ে গেলে উপকার পাবেন।

ঠোঁটে লিপিস্টিক বা অন্য কিছু ব্যবহারের আগে তার মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, তবে তা ছাড়তে হবে সবচেয়ে আগে। যেকোনো ধরনের অ্যালকোহল এড়িয়ে চলুন।

খুব বেশি চা বা কফি পানের অভ্যাসও আপনার ঠোঁটের রঙের শত্রুতে পরিণত হতে পারে। তাই সুন্দর ঠোঁট পেতে অভ্যাসকে শিথিল করা জরুরি।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।