শীতে বেড়াতে যাবার আগে


প্রকাশিত: ০৭:০১ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

বছরের অন্য সময়ের তুলনায় এ সময় রোদ থাকে নরম আর আরামদায়ক। তাই শীতের সময়টাকেই বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত সময় মনে করেন অনেকে। শীত এলে যে আলস্য জেঁকে ধরে তাকে তাড়াতেই বুঝি এই বেড়িয়ে পড়া। কিন্তু শুধু বেড়িয়ে পড়লেই তো হবে না, বেড়াতে যাওয়ার আগে কিছু প্রস্তুতির দরকারও তো আছে-


১. যেখানে যাচ্ছেন, সেখানকার আবহাওয়া সম্পর্কে জেনে নিতে হবে।  শীত বা গরমে যে কারও সমস্যা থাকতে পারে।  তাই শরীর-স্বাস্থ্যের দিকটি মাথায় রেখে দরকারি ওষুধসহ বেরিয়ে পড়ুন।

২. ট্রাভেল ব্যাগটি গুছিয়ে নিতে হবে প্রয়োজনীয় জিনিসপত্রসহ।  কত দিন বেড়াবেন, তার ওপর নির্ভর করবে ব্যাগের সাইজ।

৩. যথেষ্ট টাকা রাখুন সঙ্গে।  জেনে নিন, যেখানে যাচ্ছেন, সেখানে কিংবা কোথাও কাছাকাছি এটিএম বুথ আছে কি না।

৪. অবশ্যই ভালো একটা ক্যামেরা নিতে হবে।  এর মেমোরি কার্ড যথেষ্ট পরিমাণ নেয়া দরকার।

৫. বেড়ানোর কিছু-কিছু স্থান আছে, যেখানে কেনাকাটার সুব্যবস্থা থাকে বা শপিংয়ের জন্য ভালো। সেক্ষেত্রে দরকারি জিনিসপত্র ছাড়া কিছু রাখার দরকার নেই।  ভারী ব্যাগ বহন করতে গিয়ে অনেক সময় বেড়ানোর আনন্দ মাটি হয়ে যায়।

৬. শীত থেকে রক্ষা পেতে গরম কাপড় সঙ্গে নিতে ভুলবেন না।  তবে প্রয়োজনের বেশি পোশাক নেবেন না। এক জোড়া ফ্লিপ ফ্লপ স্যান্ডেল নেয়া ভালো, হালকা ওজনের রানিং শু নেয়া যেতে পারে।  

৭. নিত্যপ্রয়োজনীয় কয়েকটি জিনিস যা সঙ্গে না নিলেই নয়- শ্যাম্পু, টুথপেস্ট, ডিওডরেন্ট, টুথব্রাশ, রেজার।  সানগ্লাস নিতে পারেন।

৮. চশমা ব্যবহারকারীরা বাড়তি একটি চশমা সঙ্গে নিলে ভালো।  ভ্রমণ বোরিং যেন না হয়, তার জন্য সহজে বহনযোগ্য মিউজিক প্লেয়ার নিতে পারেন।

৯. উদ্বেগ, পিছুটান ইত্যাদি বর্জন করুন।  

১০. নিজেকে পরিপাটি রাখুন প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা জায়গামতো গুছিয়ে রাখা চাই।

১১. ভ্রমণে গেলে সবচেয়ে ভালো মানের স্থানীয় খাবার গ্রহণ করুন।

১২. আইডি কার্ড ও এটিএম কার্ড সঙ্গে নিতে ভুলবেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।