সুপ্রিম কোর্টের গেট ভাঙলেন আওয়ামীপন্থী আইনজীবীরা


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রবেশের গেট ভাঙলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। আইনজীবী সমিতি ভবনের সভাপতির রুমের সামনের এ গেটটি ভেঙে ফেলা হলেও বিকেল পর্যন্ত এ নিয়ে কোন মামলা হয়নি। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রধান বিচারপতিকে বিদায়ি সংবর্ধনা দিয়ে বার ভবনে ফেরার সময় গেট তালাবদ্ধ দেখতে পেয়ে আইনজীবীরা উত্তেজিত হয়ে গেট নিয়ে টানাহেচড়া শুরু করেন। এ সময় সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আবদুল মতিন খসরু, শ ম রেজাউল করিম, নুরুল ইসলাম সুজন, রবিউল আলম বুদু, অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকিরসহ বেশ কয়েকজন আওয়ামীপন্থী আইনজীবী উপস্থিত ছিলেন।

গেট তালাবদ্ধ দেখতে পেয়ে আইনজীবীরা তালা খোলার জন্য চেঁচামেচি করতে থাকেন। বার সমিতির তত্ত্বাবধায়ক নিমেষ দাসকে চাবি নিয়ে আসার জন্য তাগাদা দেয়া হলেও কেউ আসেনি। এ পর্যায়ে ক্ষুব্ধ আওয়ামীপন্থী কয়েকজন আইনজীবী হাতুড়ি দিয়ে তালা ভাঙার চেষ্টা করেন। প্রায় দশ মিনিট সময় ধরে চেষ্টা করে তালা ভাঙতে ব্যর্থ হয়ে কলাপসিবল গেট টানাহেচড়া করে এক পর্যায়ে গেটটি ভেঙে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।