পাঁচ দিনের রিমান্ডে ইটিভি`র চেয়ারম্যান


প্রকাশিত: ১২:০৬ পিএম, ১১ জানুয়ারি ২০১৫

একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার পুলিশের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে তেজগাঁও থানা পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সাংবাদিকদের জানান, মামলার সুষ্ঠু তদন্তের জন্য রিমান্ড আবেদন করা হয়।

গত বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও থানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পুলিশ মামলাটি করে। মামলায় অপরাধ সংঘটনের ঘটনাস্থল হিসেবে ইটিভি কার্যালয়কে উল্লেখ করা হয়েছে। সালাম ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে মামলার আসামি করা হয়েছে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।