আজ আমাদের ছুটি!


প্রকাশিত: ০৬:২৫ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

সারাসপ্তাহের ব্যস্ততার পরে একটি দিন ছুটি মেলে। আর ছুটি মানেই অলসতা, বিছানার ওমে আরেকটু বেশি সময় কাটানো, ছুটি মানেই নিজের জন্য কিছু সময়, স্পেশাল কিছু রান্না, বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা খেতে যাওয়া আর তারপর পরের দিনের কর্মপরিকল্পনা করে রাখা। ছুটির দিনটিকে আরো আনন্দময় করে তুলতে করতে পারেন এই কাজগুলো-

১. ছুটির দিন দেখে অলসতা করে শুয়ে না থেকে সকাল সকাল বিছানা ছাড়ুন। কাজের চাপে হয়ত সকালটাকে উপভোগ করার সময় আপনার হয়ে ওঠে না, গরম এক কাপ চা নিয়ে উপভোগ করতে পারেন সূর্যোদয়।

২. বাসার সবার জন্য স্পেশাল কিছু রান্না করতে পারেন। দেখবেন সবাই কেমন চমকে যাবে।

৩. প্রিয় কোনো মুভি যা দেখবো দেখবো করেও দেখা হয়ে উঠছে না, সুযোগ বুঝে তা দেখে নিতে পারেন।

৪. সারা সপ্তাহে টুকিটাকি যেসব কাজ জমে আছে সেগুলো করে নিতে পারেন।

৫. প্রিয়জনদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন পছন্দের কোনো জায়গা থেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।