বই হোক সঙ্গী


প্রকাশিত: ০৫:২১ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

পৃথিবীর সবচেয়ে ভালো আর কল্যাণকর নেশার নাম `বই পড়া`। বই আমাদের এমনই এক বন্ধু যে সবসময়, সব অবস্থাতেই পাশে থাকে। বই পড়ে যা কিছু অর্জন, তা কখনোই বৃথা হয় না। একটি কবিতা কিংবা গল্পের একটি লাইন বদলে দিতে পারে অনেককিছুই।  পাঠ্যবইয়ের পাশাপাশি সবধরনের বই পড়া উচিৎ-

১. টিভি সিরিয়াল দেখা, কিংবা গুল্প-গুজব করার  চেয়ে সেই সময়টুকু বই পড়ার জন্য বরাদ্দ করতে পারেন।
২. যে বই-ই পড়ুন না কেন, তা যেন মানসম্মত হয়। মানহীন বই পড়ার চেয়ে না পড়াই ভালো।
৩. যে বিষয়ের প্রতি আপনার বেশি আগ্রহ, সেই বিষয়ের বই বেশি পড়তে পারেন।
৪. ভুল বানানে ভরা বই পরিহার করুন।
৫. ছোটদের পড়ার জন্য তাদের উপযোগী বই কিনে দিন। বড়দের বই তারা বড় হলে পড়বে।
৬. বড়দের বই ছোটরা পড়তে না পারলেও ছোটদের বই বড়দের পড়তে বাঁধা নেই। ছোট-বড় সবার জন্য লেখা বই পড়ুন।
৭. একা একা লাগলে বা মন খারাপ হলে বই নিয়ে বসে যান। মন ভালো হয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।