রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ গভর্নরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৫

দেশের উন্নয়নের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। মঙ্গলবার এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা গভর্নর নির্বাচিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক দ্বিমত থাকতে পারে। কিন্তু আমাদের দেশের রপ্তানিকারকের ট্রাক যাতে চলাচল করতে পারে, ছোট দোকানির দোকান যাতে বন্ধ রাখতে না হয়, সাধারণ মানুষ যাতে কাজে বের হতে পারে এজন্য পরিবেশ তৈরি নিশ্চিত করতে হবে। ব্যবসার পরিবেশ বিঘ্নিত হলে ব্যবসায়িরা খেলাপী হয়ে পড়েন। তারা ঋণ পরিশোধ করতে পারেন না। যদিও আমরা তাদের সুযোগ দিয়ে থাকি। তবে তারা খেলাপী হোক সেটি আমার চাই না।

গভর্নর আরও বলেন, ব্যাংকিং খাতে ভবিষ্যতে যাতে কোন দুর্নীতির ঘটনা না ঘটে সেদিকে আমরা এখন সজাগ। তাই ব্যাংকারদের বলব, আপনারা গুণগত ঋণ দেন। যাতে আদায় হয়। ঋণের অর্থ সঠিক ভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটিও খেয়াল রাখেন। এভাবে ব্যাংক চালালে খেলাপী ঋণ কমে যাবে। তবে প্রকৃত উদ্যোক্তরা যাতে ঋণ পান সেটি নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, আমাদের দেশের উন্নয়নের অন্যতম খাত বেসরকারি খাত। তাদের সব সহায়তা দিতে হবে। তাদের বিনিয়োগ করার পরিবেশ তৈরি করে দিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।