৫ জানুয়ারি বিএনপিকে রাজপথে পাওয়া যাবে না : হানিফ
যত হুমকি-ধামকি দিক, ৫ জানুয়ারি বিএনপি নেতাদের রাজপথে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা অতীতে তাদের আন্দোলন দেখেছি। ৫ জানুয়ারি অনেক কিছু করে ফেলবে বলে যারা হুমকি-ধামকি দিচ্ছেন সেই কাগুজে বাঘদের খুঁজেও পাওয়া যাবে না।
নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ৫ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ওইদিন সোহরাওয়ারর্দী উদ্যানসহ ঢাকা মহানগরীর ১৬টি স্থানে আওয়ামী লীগ সমাবেশ করবে। এতে কেন্দ্রীয় নেতারা পৃথক পৃথকভাবে অংশ নেবেন। এছাড়াও এদিন সারা দেশে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, এদের জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। সেসময় বিএনপি নেত্রী ও তার দোসররা দেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু গণতন্ত্রের বিজয়ের মাধ্যমে দেশ এখন এগিয়ে যাচ্ছে। এ স্বীকৃতি বিশ্ব স¤প্রদায়ই দিচ্ছে বাংলাদেশকে।
বিএনপির ‘যে কোনো মূল্যে’ সমাবেশ করার ঘোষণার সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। সমাবেশ কাকে করতে দেওয়া হবে বা না হবে, সেটা নির্ধারণ করা আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ।
তিনি বলেন, বিএনপির উস্কানিমূলক বক্তব্যই প্রমাণ করে তারা আইনের শাসনে বিশ্বাস করে না। এ ধরনের বক্তব্য বরদাশত করা হবে না। অশুভ তৎপরতা থাকলে তা মোকাবেলা করা হবে।
৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস ও ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সফল করার লক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্য এবং যেসব থানায় দলীয় সংসদ সদস্য নেই, সেই সকল থানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের এই যৌথসভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভূঁইয়া ডাবলু, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম, সংসদ সদস্য ব্যারিষ্টার ফজলে নুর তাপস প্রমুখ উপস্থিত ছিলেন।