রমজানে রাজধানীতে চলছে ঈদ কার্নিভাল


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ০৯ জুন ২০১৬

চলছে রমজান। এরইমধ্যে শুরু হয়ে গেছে ঈদ প্রস্তুতি। আর কিছুদিনের মধ্যেই জমে উঠবে ঈদের কেনাকাটাও। তবে তার আগে ক্রেতাদের উদ্দেশ্যে রাজধানীতে চলছে বর্ণাঢ্য ঈদ কার্নিভাল। এতে থাকছে ১৫ প্রতিষ্ঠানের অংশগ্রহণে পোশাক মেলা, ব্যান্ড সংগীত এবং ফ্যাশন শো।

আয়োজনমালার শেষ দিনে বৃহস্পতিবারও থাকছে ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্তমান সময়ের আলোচিত কোরিওগ্রাফার আশিকুর রহমান পনির নির্দেশনায় ফ্যাশন শোতে র্যাম্পে হাটবেন রুম্পা, কান্তার। সন্ধ্যায় ইফতার আয়োজন শেষে থাকবে ব্যান্ড গানের পাশাপাশি কাওয়ালী ও ব্যান্ড শো।

এস-কিউব এজেন্সীর আয়োজনে রাজধানী গুলশানের অল কমিউনিটি ক্লাব লি. -এ দুই দিনব্যাপী কার্নিভাল শুরু হয় ৮ জুন। রমজান উপলক্ষে সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলছে মেলা। আয়োজক প্রতিষ্ঠান এস-কিউব এজেন্সীর চেয়ারম্যান শামস হাসান কাদির মেলা সম্পর্কে বলেন, ‘আমরা বাংলাদেশের পোশাক ও ডিজাইনারদেরকে সহজ প্রক্রিয়ায় একটি প্লাটফর্ম তৈরি করে দিতে চাই দেশে ও দেশের বাইরে। সে লক্ষে প্রথমে ছোট পরিসরে এই আয়োজন করেছি। পরবর্তীতে আরও বড় পরিসরে এবং দেশের বাইরেও আয়োজন করার ইচ্ছে রয়েছে।’

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান কায়ানাত ফ্যাশনের কর্ণধার ফারহানা জামান বলেন, ‘আমরা ঈদকে সামনে রেখে এই মেলায় অংশগ্রহণ করেছি। তাই গুলশান বনানীর ক্রেতাদের চাহিদা মাথায় রেখে কালেকশন রেখেছি। বিশেষ করে বুটিকস এবং গাউনের কালেকশনে জোর দিয়েছি।’

মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠানগুলো হল সিসটার্স ক্লথিং, মেহুলি, স্পার্কল্স ক্রিয়েশন্স, ডিভাস ব্লেন্ড, মড বাই সারা, কায়ানাত, সাফরিন্স ক্লোজেট, পিওর সেল, জাহিদ খান, উই, সিন্ধিয়া এবং এবং এসএইচকে মার্ট।

এছাড়া মেলায় দুটি চ্যারিটি প্রতিষ্ঠান বাচ্চাদের নিয়ে নানান কার্যক্রম প্রদর্শিত করছে।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।