ঈদ শেষ, এখন সস্তায় স্টাইলের সময়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:১১ এএম, ০৮ এপ্রিল ২০২৫

জান্নাত শ্রাবণী

ঈদের আমেজ শেষ। শপিংমল ও অনলাইনে চলছে ছাড়। আপনি এখন সস্তায় নিজের পছন্দের পোশাক, এক্সেসরিজ, আর লাইফস্টাইল প্রোডাক্টগুলো কিনতে পারবেন। বেশিরভাগ জনপ্রিয় অনলাইন শপিং সাইট ও ফেসবুক পেইজে চলছে স্টক ক্লিয়ারেন্স সেল।

বিজ্ঞাপন

ঈদ পরবর্তী সেল কোনোভাবেই মিস করা উচিত নয়। এসময় পোশাক, কসমেটিকস, জুতা, ব্যাগ, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, টেক গ্যাজেট, হোম ডেকোর এবং ফুড ডেলিভারি সেবাতেও আছে বিশাল ছাড়। যারা ঈদে কেনাকাটা করতে পারেননি বা ঈদের পর অতিরিক্ত খরচের কারণে সস্তায় শপিং করতে চাচ্ছেন তাদের জন্য এটি দারুণ সুযোগ।

বাংলাদেশে বেশ কিছু বিখ্যাত অনলাইন শপিং প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ঈদের পর সেল চলছে। চলুন জেনে নেই জনপ্রিয় ওয়েবসাইট ও তাদের অফার সম্পর্কে:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দারাজ
দারাজে এখন চলছে ঈদ ক্লিয়ারেন্স সেল। যেখানে ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। ফ্যাশন, গ্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স, বেবি প্রোডাক্টসহ সব বিভাগেই অফার রয়েছে। বিশেষ করে পোশাক এবং ব্যাগের ক্যাটেগরিতে অনেক বেশি ছাড়।

পিকাবো
টেক প্রোডাক্টের জন্য জনপ্রিয় পিকাবোতে চলেছে পোস্ট ঈদ সেল। যেখানে স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোন, ওয়াচ ইত্যাদিতে ৩০% থেকে ৬০% পর্যন্ত ছাড় রয়েছে। দারুণ এই সুযোগ মিস না করে এখনো কিনে নিন পছন্দের ও প্রয়োজনীয় পণ্যটি।

ইভালি
এক সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিল ইভালি। তবে নানা সমস্যায় জর্জরিত হয়ে পথে বসে ছিল। এখন আবার উঠে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ইভালিতে চলছে মেগা পোস্ট ঈদ ক্লিয়ারেসন্স। যেখানে ফ্যাশন এবং হোম ডেকোর আইটেমে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে। পোশাক, স্লিপার, কিচেন অ্যাপ্লায়েন্স সব কিছু কম দামে কেনার সুযোগ রয়েছে এখানে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চালডাল
ফুড ও গ্রোসারি প্রোডাক্টের জন্য বেশ জনপ্রিয় চালডাল। এখানেও বিভিন্ন পণ্যর মধ্যে ছাড় রয়েছে। ঈদের পরের সপ্তাহগুলোতে তাদের সেল চলছে, যেখানে বিভিন্ন খাদ্যপণ্য এবং কিচেন আইটেমগুলো কম দামে পাওয়া যাচ্ছে।

বিক্রয় ডট কম
সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের জন্য পরিচিত বিক্রয় ডট কম। ঈদ পরবর্তী সময় টেবিল, সোফা, ফার্নিচার, মোবাইল ফোন, ইলেকট্রনিকসসহ সব কিছুতেই চলছে বড় ছাড়।

শুধু ওয়েবসাইটেই নয়, ছাড়ের উৎসব চলছে ফেসবুক পেইজেও। বাংলাদেশের বিভিন্ন ছোট-বড় অনলাইন শপগুলো তাদের ফেসবুক পেইজেও একাধিক আকর্ষণীয় অফার দিচ্ছে।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সব মিলিয়ে দারুণ এই সুযোগ হাত ছাড়া করা ঠিক হবে না। পোশাকের পাশাপাশি নানা ধরনের গ্যাজেট, হোম ডেকোর, ফুড প্রোডাক্ট, এবং লাইফস্টাইল আইটেম কম দামে কেনার এইটাই আদর্শ সময়। বিশেষ করে আপনি যদি ঈদের শপিং মিস করে থাকেন, তাহলে এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।