কবিতা উপভোগ করার দিন আজ

মনে তারুণ্যের হাওয়া লাগার পর পছন্দের মানুষের জন্য এক-আধটি কবিতা লেখেননি এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে? কবিতা শব্দের ছন্দ, আবেগের তরঙ্গ, আর কল্পনার উড়ান। কবিতা শুধু পঙক্তি আর ছন্দের সমষ্টি নয়, এটি হৃদয়ের ভাষা, আত্মার গান।
কবিতার সৌরভকে উদ্যাপন করতে প্রতি বছর ২১ মার্চ বিশ্বব্যাপী কবি ও কবিতাপ্রেমীরা পালন করেন বিশ্ব কবিতা দিবস। শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে। কবিতার শক্তি এবং সৌন্দর্যকে বিশ্বজুড়ে উদযাপন করতে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। এর আগেও বিভিন্ন দেশে কবিতা দিবস পালিত হতো। যেমন অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে জাতীয় কবিতা মাস উদ্যাপন করা হয়। তবে ইউনেস্কোর স্বীকৃতি সমবেত কবিতাযাপনকে বিশ্বব্যাপী একটি সংহত রূপ দিয়েছে।
বিশ্ব কবিতা দিবসের মূল উদ্দেশ্য হলো কবিতাকে জনপ্রিয় করা এবং কবিতার মাধ্যমে সাংস্কৃতিক ও ভাষাগত বৈচিত্র্যকে উদ্যাপন করা। কবিতা শুধু সাহিত্যের অংশ নয়, এটি মানুষের আবেগ, সংগ্রাম, এবং স্বপ্নের প্রতিফলন। এই দিনটিতে কবিতার মাধ্যমে মানুষে মানুষে সংযোগ তৈরি হয়।
বিশ্ব কবিতা দিবসে কবিতা নিয়ে নানা আয়োজন করা হয়। স্কুল, কলেজ, লাইব্রেরি ও পার্কে কবিতা পাঠের আসর বসে। কবিরা তাদের লেখা কবিতা শোনান, নতুন কবিরা তাদের প্রথম কবিতা উপস্থাপন করেন। কবিতার পাশাপাশি গান, নাচ এবং নাটকের মাধ্যমে কবিতাকে জীবন্ত করে তোলা হয়। এই দিনটিতে কবিতার বই প্রকাশ, কবিতা প্রতিযোগিতা, এবং কবিতা কর্মশালারও আয়োজন করা হয়।
কবিতার উৎস অসীম। প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি, ব্যক্তিগত অভিজ্ঞতা, সবই কবিতার উপাদান। আমাদের চারপাশের ছোট ছোট ঘটনাও কবিতার জন্ম দিতে পারে। রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা একটি ফুল, কিংবা রেস্তোরাঁয় শোনা কারও কথোপকথন — এগুলোও কবিতার সূত্র হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমের এ যুগে কবিতা শোনানোর মাধ্যমও বদলে গেছে। এখন কবিতা শুধু কাগজেই লেখা হয় না, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও কবিতা ছড়িয়ে পড়ে। এই প্ল্যাটফর্মগুলো কবি এবং কবিতাপ্রেমীদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন কবিতা পড়ার জন্য শুধু বইয়ের দোকানে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসেই আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের কবিতা পড়তে পারি।
বিশ্ব কবিতা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে কবিতা শুধু শব্দের সমষ্টি নয়, এটি আমাদের আবেগ ও অনুভূতির বহিঃপ্রকাশ। বিখ্যাত কবি রবার্ট ফ্রস্ট বলেছেন, ‘আমাদের অনুভূতি যখন চিন্তা খুঁজে পায়, আর সে চিন্তা যখন শব্দ খুঁজে পায়, তখন কবিতা তৈরি হয়।’
এএমপি/জিকেএস/আরএমডি