নৈরাজ্য হলে জনরোষের শিকার হবে বিএনপি : কামরুল ইসলাম


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৪

আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য হলে বিএনপি জনরোষের শিকার হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে এক আলোচনা সভায় একথা বলেন। মহান বিজয় দিবস-২০১৪ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ’।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে আবারও নতুন করে ষড়যন্ত্র করছে তারা (বিএনপি)। খালেদা জিয়ার ডাকে নাকি জনগণ রাস্তায় নেমে যাবে। কিন্তু গাজীপুরে হরতাল ডেকে একজনও রাস্তায় নামেনি।

রাজপথে নামার হুমকি দিলেও আন্দোলন করার সাহস ও সামর্থ্য কোনটাই বিএনপির নেই বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, উপ-কমিটির সহ-সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।