ট্রেন্ডিংয়ে আছে যে ধরনের শাল

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
ছবি- এই শীতে স্টাইল করুন ট্রেন্ডিংয়ে থাকা শাল পরে

শাড়ি, সালোয়ার কামিজ থেকে শুরু করে গাউন কিংবা ওয়েস্টার্ন সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় শাল। তবে শালটি আপনি কীভাবে ক্যারি করছেন তা জানতে হবে আগে।

শীত ফ্যাশনে ট্র্যাডিশনাল ছোঁয়া রাখতে বর্তমানে অনেকেই শাল পরেন। আপনিও যদি শাল লাভার হন, তাহলে এই শীতে স্টাইল করুন ট্রেন্ডিংয়ে থাকা শাল পরে। জেনে নিন শাল ব্যবহারের ক্ষেত্রে কোনগুলো বেছে নেবেন-

বিজ্ঞাপন

অ্যাম্ব্রোয়েডারি সিল্ক চাদর

বর্তমানে অ্যাম্ব্রোয়েডারি কারুকার্যকে গুরুত্ব দিচ্ছেন অধিকাংশ ফ্যাশনিস্তা। তাই আপনিও যদি ট্রেন্ডে থাকতে চান, তাহলে অ্যাম্ব্রোয়েডারি সিল্কের চাদর কালেকশনে রাখতে ভুলবেন না। ফ্লোরাল অ্যাম্ব্রোয়েডারি বা অ্যাবস্ট্রাক্ট মোটিফের এমব্রয়ডারি ওয়ার্ক করা চাদর আপনাকেও যে বেশ মানাবে।

ট্রেন্ডিংয়ে আছে যে ধরনের শাল

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভেলভেট শাল

এ ধরনের শালে ওয়েস্টার্ন ট্র্যাডিশনের ছোঁয়া থাকে। তাই তো এমন শাল পশ্চিমী পোশাকের সঙ্গে ক্যারি করতে পারবেন অনায়াসেই। এক্ষেত্রে বেছে নিতে পারেন ভেলভেট শাল, যা আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হবে। এমনকি আপনার সৌন্দর্যকেও বাড়াবে বহুগুণে।

ট্রেন্ডিংয়ে আছে যে ধরনের শাল

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উলের রঙিন শাল

এ ধরনের শাল দেখতে বেশ সুন্দর হয়। সব রকম পোশাকের সঙ্গে স্টাইলও করা যায়। আপনি কুর্তির সঙ্গেও যেমন এই শাল পরতে পারেন, তেমনই জিন্স ও টপের সঙ্গেও স্টাইল করতে পারেন। এমনকি এই শালকে টপের উপর দিয়ে পরে কোমরে বেল্ট লাগিয়ে নিলেই স্টাইলিশ লুক ক্রিয়েট করে ফেলতে পারবেন।

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।