শীতে ‘ম্যাট নাকি গ্লোসি’ লিপস্টিক ব্যবহার করবেন?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১০ জানুয়ারি ২০২৫
বিভিন্ন ধরনের লিপস্টিকের মধ্যে ম্যাট লিপস্টিক সবারই পছন্দের

বিভিন্ন ধরনের লিপস্টিকের মধ্যে ম্যাট লিপস্টিক সবারই পছন্দের। তবে শীতে ঠোঁটের শুষ্কতায় অনেকেই ম্যাট লিপস্টিক ব্যবহার করতে ভয় পান। তবে যারা ম্যাট লিপস্টিক ব্যবহারে অভ্যস্ত তারা আবার গ্লোসি লিপস্টিক ব্যবহারে আরামবোধ করেন না।

তবে আবহাওয়ার বিষয় মাথায় রেখে অর্থাৎ আপনার ত্বকের ধরন, লিপ কেয়ার ও পছন্দের উপর নির্ভর করেই শীতে ম্যাট বা গ্লোসি লিপস্টিক বেছে নেওয়া উচিত। চলুন জেনে নেওয়া যাক ম্যাট ও গ্লোসি লিপস্টিক ব্যবহারের সুবিধা-অসুবিধা সম্পর্কে-

গ্লোসি লিপস্টিক ব্যবহারের সুবিধা

শুষ্কত্ব কমায়

শীতকালে ঠোঁট খুব শুষ্ক হয়ে যেতে পারে। গ্লোসি লিপস্টিক হাইড্রেটিং উপাদান দিয়ে তৈরি থাকে, যা ঠোঁটকে আর্দ্র রাখে ও শুষ্কতা কমাতে সাহায্য করে। এতে থাকা ভিটামিন ই বা শিয়া বাটার ঠোঁটকে মসৃণ ও কোমল রাখে।

স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে

গ্লোসি লিপস্টিক ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সহায়ক। শীতকালে ফোটা ঠোঁটেও গ্লোসি ফিনিশ দেয় এই লিপস্টিক। ফলে ঠোঁটের সুরক্ষা মেলে।

ম্যাট লিপস্টিকের অসুবিধা (শীতে)

শুষ্কতা বাড়ে

ম্যাট লিপস্টিক সাধারণত শুষ্ক হয়। ফলে শীতকালে এটি ঠোঁটের শুষ্কতা আরও বাড়ায়। শীতে ঠোঁটের ত্বক আরও সংবেদনশীল থাকে, তাই এ সময় ম্যাট লিপস্টিক ব্যবহার না করাই ভালো।

ম্যাট ফিনিশের দীর্ঘস্থায়িত্ব

ম্যাট লিপস্টিক দীর্ঘস্থায়ী হলেও, শীতে তা ঠোঁটে শুষ্কতা ও টানটান অনুভূতি তৈরি করতে পারে। ফলে সহজেই ফাটে ঠোঁট। যা অস্বস্তির কারণ হতে পারে।

ঠোঁটের অবস্থার প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন

যদি ঠোঁট শুষ্ক থাকে তবে ম্যাট লিপস্টিক ব্যবহার করার আগে অবশ্যই ঠোঁটে হালকা লিপ বাম ব্যবহার করা উচিত, তা না হলে ম্যাট লিপস্টিক ব্যবহার করতে সমস্যা হতে পারে।

গ্লোসি লিপস্টিকের সঠিক ব্যবহার জানুন

লিপ বামের সঙ্গে ব্যবহার করুন

শীতকালে গ্লোসি লিপস্টিকের সাথে লিপ বাম ব্যবহার করলে ঠোঁটের শুষ্কতা আরও কম হবে ও আর্দ্রতা বজায় থাকবে।

নিউট্রাল বা হালকা শেড

শীতকালে গ্লোসি লিপস্টিকের জন্য নিউট্রাল বা পিঙ্ক শেড ব্যবহার করলে ঠোঁট আরও স্বাভাবিক ও উজ্জ্বল দেখায়।

অ্যাক্সট্রা হাইড্রেশন

ঠোঁটের আর্দ্রতা বজায় রাখার জন্য শীতে হাইড্রেটিং গ্লোসি লিপস্টিক ব্যবহার করা সবচেয়ে ভালো।

ম্যাট লিপস্টিকের সঠিক ব্যবহার

লিপ বাম আগে ব্যবহার করুন

যারা ম্যাট লিপস্টিক ছাড়া চলতেই পারেন না, তারা ব্যবহারের আগে লিপ বাম ব্যবহার করতে পারেন। যাতে ঠোঁটের শুষ্কতা কমে ও ম্যাট লিপস্টিক সহজেই ঠোঁটে দীর্ঘস্থায়ী হয়।

শীতে ম্যাটের চেয়ে গ্লোসি লিপস্টিক সাধারণত বেশি উপকারী, কারণ এটি ঠোঁটকে আর্দ্র রাখে, শুষ্কতা কমায় ও ঠোঁটকে কোমল ও স্বাস্থ্যকর রাখে। তবে আপনি যদি ম্যাট লিপস্টিক পছন্দ করেন, তবে ঠোঁটের যত্ন নিতে বিশেষ মনোযোগ দিতে হবে। এক্ষেত্রে লিপ বাম বা হাইড্রেটিং পণ্য ব্যবহার করা উচিত।

তথ্যসূত্র: ভোগ/এলে/হার্পারস বাজার

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।