উদাস হতে আজ নেই মানা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২৫ নভেম্বর ২০২৪
অনেকেই উদাসীন জীবন কাটাতে পছন্দ করেন

অনেকেই উদাসীন জীবন কাটাতে পছন্দ করেন। কোথায় কী হলো কিংবা জীবনে কী ঘটে গেল, তা নিয়ে বিচলিত হন না এ ধরনের মানুষেরা। ফলে অন্যান্যদের চেয়ে তারা একটু বেশিই সুখী বোধ করেন। কারণ কোনো ধরনের দায়-দায়িত্ব কিংবা পিছুটান অনুভব করেন না উদাসীন ব্যক্তিরা।

তবে সবকিছুতেই উদাসীনতা গ্রহণযোগ্য নয়। এতে ব্যাক্তিগত কিংবা সামাজিক জীবনে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। তবে একেবারেই যে উদাসীনতা রাখবেন না, তা কিন্তু নয়।

এমন অনেক বিষয় আছে, যা নিয়ে উদসীন ভাব রাখা ভালো। অন্তত যান্ত্রিক জীবনের চাপ থেকে মুক্ত থাকতে কিছুটা উদাসীনতা মাঝে মধ্যেই দরকার।

আপনি ব্যাক্তিগত জীবনে খুব বেশি সিরিয়াস হন কিংবা উদাসীন, আজকের দিনটি একটু উদাসীনতার সঙ্গে কাটাতেই পারেন। কারণ আজ উদাস হওয়ার দিন। ২৫ নভেম্বর পালিত হয় ব্লেস ডে বা উদাস দিবস।

যদিও এটি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হওয়া দিবস। তবে বিশ্বায়নের এই যুগে যে কেনো দিবস, যে কোনো স্থানে পালন করতে তো বাধা নেই। আর চাপমুক্ত থেকে একটা দিন নিজের মতো তো কাটাতেই পারেন।

টমাস ও রুথ রয় নামের এক মার্কিন দম্পতির হাত ধরে দিবসটি পালন শুরু হয়। উদাসীনতাকে উদযাপনের জন্যই মূলত এমন দিনের প্রবর্তন করেন তারা। যা প্রতিবছর পালন করছেন অনেকেই।

সূত্র: ন্যাশনাল টুডে

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।