৪ উপকরণেই তৈরি গাজরের হালুয়া
গাজরের জনপ্রিয় এক ডেজার্ট হলো এর হালুয়া। খাবারের শেস পাতে একটু গাজরের হালুয়া খাওয়ার মজাই আলাদান। ছোট থেকে বড় সবার জিহ্বায় পানি আনে গাজরের হালুয়া। চাইলে ঘরে থাকা ৪ উপকরণেই আপনি তৈরি করতে পারেন মুখোরোচক এই পদ। রইলো গাজরের হালুয়া তৈরির সহজ রেসিপি-
উপকরণ
১. গাজর আধা কেজি
২. চিনি পৌনে ১ কাপ
৩. ঘি ৩ টেবিল চামচ
৪. গুঁড়া দুধ ৪ টেবিল চামচ
পদ্ধতি
গাজর চালনিতে করে ধুয়ে চিপে পানি ফেলে দিতে হবে। চুলায় কড়াই বসিয়ে তাতে গাজর চিনি দিয়ে নাড়তে হবে। চিনি থেকে যে পানি বের হবে তাতেই গাজর সেদ্ধ হয়ে যাবে। পানি শুকিয়ে এলে গাজরের সঙ্গে একটু একটু করে ঘি দিয়ে নাড়তে হবে।
কিছুক্ষণ পর যখন দেখা যাবে গাজর শুকিয়ে আঁঠালো হয়ে আসছে, তখন সঙ্গে গুঁড়া দুধ দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। এবার নিজের ইচ্ছেমতো বাদাম কিসমিস দিয়ে হালুয়ার উপরে সাজিয়ে পরিবেশন করুন গাজরের হালুয়া।
জেএমএস/জেআইএম