বারবার পানি পিপাসা লাগে যেসব কারণে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ১১ নভেম্বর ২০২৪
গরমে বারবার পানি পিপাসা লাগা স্বাভাবিক

অনেকেরই একটু পরপর গলা শুকিয়ে যায় বা ঘন ঘন পানি পিপাসা পায়, গরমে সেটাই স্বাভাবিক। তবে শীতেও বারবার পানি পিপাসা লাগা কিংবা অতিরিক্ত পানি পান করার প্রবণতা হতে পারে কোনো রোগের লক্ষণ। চলুন জেনে নেওয়া যাক কোন কোন রোগের লক্ষণ হিসেবে ঘন ঘন পানি পিপাসা লাগতে পারে-

কোন কোন রোগের কারণে ঘন ঘন পানি পিপাসা পায়?

১. ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস দুই ধরনের হয়। ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনসিপিডাস। দুই ক্ষেত্রেই এই লক্ষণ দেখা দিতে পারে।
২. অ্যানিমিয়া হলেও বারবার পানি পিপাসা হয়।
৩. অ্যানিমিয়া ছাড়াও ওয়াটার ইনটক্সিকেশন হতে পারে। তার থেকেও বারবার গলা শুকিয়ে আসে।
৪. এছাড়া খুব বেশি লবণ দেওয়া খাবার খেলেও এমনটি হতে পারে।
৫. অতিরিক্ত খাবার খেলে তা হজমের প্রয়োজনে বারবার পানি পিপাসা লাগতে পারে।

ডায়াবেটিস হলে আর কী কী লক্ষণ দেখা দিতে পারে?

>> ঘন ঘন পানি পিপাসা ছাড়াও বারবার প্রস্রাব পায়।
>> ওজন কমতে থাকে।
>> মূত্রের মধ্যে কিটোনের উপস্থিতি লক্ষ্য করা যায়।
>> প্রচণ্ড ক্লান্ত লাগে।
>> শরীর দুর্বল লাগে। কাজ করা কষ্টকর হয়ে ওঠে।
>> চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় মাঝে মাঝে।
>> বারবার মেজাজ খারাপ হতে পারে।
>> শরীরের কোথাও কেটে গেলে তা শুকাতে সময় লাগে ইত্যাদি।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। এজন্য প্রতিদিন শরীরচর্চা করতে হবে। এছাড়া খাবার একবারে অনেকটা না খেয়ে অল্প অল্প করে বারবার খেতে হবে। নিয়মিত রক্ত পরীক্ষা করে সুগার লেভেলে নজর রাখাও জরুরি।

সূত্র: এবিপি নিউজ

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।