জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৯ অক্টোবর ২০২৪
জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার

বাজারে সব উঠতে শুরু হয়েছে জলপাই। এ ফলের স্বাস্থ্য উপকারিতা অনেক। জলপাই খেতে যারা পছন্দ করেন তাদের সবার কাছেই এর টক-ঝাল-মিষ্টি আচার বেশ প্রিয়। তবে আস্ত জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার হয়তো অনেকেই সঠিকভাবে তৈরি করতে পারেন না। তাদের জন্য রইলো ঝটপট রেসিপি-

উপকরণ

১. জলপাই দেড় কেজি
২. সিরকা ছোট ১ বোতল
৩. সরিষার তেল আধা লিটার
৪. পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ
৫. চিনি ১ কাপ
৬. মরিচ গুঁড়া ১ চা চামচ
৭. হলুদ গুঁড়া আধা চা চামচ
৮. লবণ পরিমাণমতো ও
৯. শুকনো লাল মরিচ আস্ত পরিমাণমতো।

আরও পড়ুন

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তেল ও সিরকা গরম করে নিন। এবার এতে চিনি, লবণ, হলুদ মরিচের গুঁড়া, জলপাই একসঙ্গে মিশিয়ে দিন। নাড়তে হবে ৩-৪ মিনিট। এরপর জলপাইগুলো সেদ্ধ হয়ে বেশ ফুলে যাবে।

এবার এর মধ্যে পাঁচফোড়ন গুঁড়া ও আস্ত শুকনো মরিচ দিয়ে ৫/৬ মিনিট জ্বাল দিন। এরই মধ্যে জলপাই সেদ্ধ হয়ে কালার চেঞ্জ হয়ে যাবে। জলপাই সেদ্ধ হলেই নামিয়ে ফেলতে হবে।

৩/৪ ঘণ্টা কড়াইতে এভাবেই ঢেকে রাখুন। তাহলে জলপাই ফুলে নরম হয়ে যাবে। অনেক দিন পর্যন্ত এ আচার ভালো থাকবে। ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল টক-ঝাল-মিষ্টি আস্ত জলপাইয়ের আচার।

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।