অনন্ত-রাধিকার বিয়ে

কিম কারদিশিয়ান খেলেন নিরামিষ খাবার

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৩ জুলাই ২০২৪
ছবি-নিরামিষ খাবারের বেশ কিছু উপকারিতা আছে

আম্বানিপুত্রের বিয়েতে ভারতে আসেন মার্কিন জনপ্রিয় অভিনেত্রী ও ব্যবসায়ী কিম কারদিশিয়ান। তার রূপ ও আকর্ষণীয় শারীরিক গঠনে মুগ্ধ পুরো বিশ্ব। বিশ্ববাসী জানেন তিনি কতটা রুটিনমাফিক চলেন। তার খাওয়া-দাওয়া, শরীরচর্চা, রূপচর্চা ও ফ্যাশন অনেক তারকাই অনুসরণ করেন।

আম্বানিপুত্রের বিয়েতে এই অভিনেত্রীকে দেখা গেছে লালরঙা স্কার্টে। স্লিভলেস ব্লাউজ ও বডিকন স্টাইলের স্কার্টে দুর্দান্ত লুকে দেখা গেছে তাকে। আম্বানিপুত্রের গ্র্যান্ড বিয়ে ভারতীয় রীতিনীতি অনুসরণ করেই সম্পন্ন হয়েছে। তাই এ বিয়েতে ভারতীয় মুখরোচক ঐতিহ্যবাহী সব খাবারের পদেরও কমতি ছিল না।

তবে মার্কিন অভিনেত্রী কিম কারদিশিয়ান এর কোনোটিই চেখে দেখননি। কারণ তিনি কঠোর ডায়েট অনুসরণ করেন। কিম কারদিশিয়ান ডায়েটে অভ্যস্ত অর্থাৎ শাক-সবজিই তার প্রধান খাদ্য। নিরামিশ খাবারের প্রতিই তার লোভ। অন্য কোনো খাবার তাকে টানে না।

আরও পড়ুন

একবার কিম কারদিশিয়ান তার শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ এ ভারতীয় খাবারকে ‘ডিসগাস্টিং’ বলে অভিহিত করেছিলেন। তিনি কেবল নিরামিষ খাবারই উপভোগ করেন বলে জানান তার শো’তে।

সে কারণেই অনন্ত-রাধিকার বিয়েতে এসেও ভারতীয় সুস্বাদু খাবার রেখে কারদিশিয়ান খেয়েছেন ভেগান ফুড। আসলে কিম ত্বকের রোগ সোরিয়াসিসে ভুগছেন। ২০১১ সাল থেকেই এই অভিনেত্রী সোরিয়াসিস রোগ মোকাবিলা করছেন।

কয়েক বছর আগে এক অনলাইন পোর্টালের সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, শাক-সবজি বা নিরামিষ খাবার খেলেই তার সোরিয়াসিস নিয়ন্ত্রণে থাকে।

জানা গেছে, তার ভাইবোনদের মধ্যে শুধু কিম কারদাশিয়ানই এই রোগে ভুগছেন। মূলত তার মা ক্রিস জেনার এই রোগে আক্রান্ত, আর বংশগত কারণেই কারদিশিয়ানের ত্বকেও এ রোগ দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নিরামিষ খাবারের বেশ কিছু উপকারিতা আছে। যেমন- হৃদরোগ, ডায়াবেটিস ও নির্দিষ্ট কিছু ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ভেগান ডায়েট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।