বৃষ্টিতে ছাতা নাকি রেইনকোট ব্যবহার করবেন?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ৩০ জুন ২০২৪
ছবি-বর্ষায় ছাতা নাকি রেইনকোট কোনটি বেশি উপকারী

বৃষ্টিতে ছাতা ছাড়া নিস্তার নেই। তবে শুধু ছাতা নয়, রেইনকোটও ব্যবহার করেন কমবেশি সবাই। বর্ষায় ছাতা নাকি রেইনকোট কোনটি বেশি উপকারী, এ বিষয়ে অনেকের মধ্যে মতপার্থক্য আছে। যদিও এ দুটিই বৃষ্টির জন্য উপযোগী।

অনেকেই ছাতা বহন করতে বিরক্তবোধ করেন বলে রেইনকোট সঙ্গে রাখেন। কারণ রেইনকোট ভাঁজ করে হাতের ব্যাগসহ সামান্য জায়গাতেই রাখা যায়। চলুন জেনে নেওয়া যাক ছাতা নাকি রেইনকোট কোনটির ব্যবহার বেশি যুৎসই-

কভারেজ

একটি রেইনকোট সাধারণত একটি ছাতার চেয়ে বেশি কভারেজ দেয়। শুধু উপরের শরীর নয়, পায়ের দিকটাও কাভার করে রেইনকোট। বৃষ্টিতে বেশি সুরক্ষা পেতে ভালো মানের রেইনকোট বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

সুবিধা

কিছু পরিস্থিতিতে ছাতা বহন করা বেশি সুবিধাজনক, এখন বাজারে ফোল্ডেবল অনেক ছাতা আছে। ফলে কম জায়গাতেই তা সঙ্গে বহন করা যায়। অন্যদিকে রেইনকোট সঙ্গে রাখা সব সময় সম্ভব নাও হতে পারে।

আরও পড়ুন

বায়ু প্রতিরোধ ক্ষমতা

বাতাসের বেগ বেশি হলে ছাতা উল্টে বো ভেঙে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু রেইনকোট বেশি উপযোগী।

স্থায়িত্ব

একটি ভালো মানের রেইনকোট দীর্ঘদিন টিকলেও একটি ভালো মানের ছাতা নাও টিকতে পারে।

স্টাইল

অনেকেই ছাতা বহন করার চেয়ে নানা রং ও ডিজাইনের রেইনকোট ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

মোটকথা ছাতা ও রেইনকোট দুটিই বৃষ্টিতে গা বাঁচায়। তাই আপনার পছন্দ অনুযায়ী যে কোনোটিই ব্যবহার করতে পারেন।

ছাতা ও রেইনকোটের দাম কত?

ভালো মানের ছাতা বা রেইনকোট কিনতে চাইলে অথবাডটকমের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন। সেখানে ২৫০-১০০০ টাকার মধ্যে ছোট-বড় সব সাইজের ভালো মানের ছাতা কিনতে পারবেন।

একই সঙ্গে ৫০০-২০০০ টাকার মধ্যে খুঁজে পাবেন বাহারি রং ও ডিজাইনের উন্নত মানের সব রেইনকোট। ছোট-বড় সবার জন্য রেইনকোটগুলো কিনতে পারবেন অথবাডটকমের ওয়েবসাইট থেকে।

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।