‘বেস্ট ফ্রেন্ড’কে আজ যা উপহার দেবেন
সবার জীবনেই বন্ধুর দরকার আছে। জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো বন্ধুত্ব। যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হই তখনই বেশিরভাগ মানুষ বন্ধুদের কাছে ফিরে যান।
দুঃখ-কষ্ট ভাগাভাগি করা থেকে শুরু করে গসিপ সবকিছুতেই পাশে থাকা চায় বন্ধুকে। জীবনে প্রতি মুহূর্তেই প্রয়োজন পড়ে বন্ধুর ভালোবাসা, সহযোগিতা ও আস্থা।
যেহেতু আজ ন্যাশনাল বেস্ট ফ্রেন্ড ডে বা জাতীয় বন্ধু দিবস, তাই আজ তো প্রিয় বন্ধুকে কিছু না কিছু উপহার দিতেই হবে। আজকের এই বিশেষ দিনে আপনার প্রিয় বন্ধুকে কী কী উপহার দেবেন তা চলুন জেনে নেওয়া যাক-
শুভেচ্ছা কার্ড
বিশেষ দিনে প্রিয় মানুষগুলোকে শুভেচ্ছা জানাতে কার্ডের চল বহুকাল আগ থেকেই। এদিন আপনি বন্ধুকে একটি কার্ড, ফ্রেন্ডশিপ ব্যান্ডসহ চকলেট উপহার দিতে পারেন।
আরও পড়ুন
- গরমে অজান্তেই হতে পারে হার্ট অ্যাটাক, কীভাবে সতর্ক থাকবেন?
- আম-লিচু খাওয়ার সময় ডায়াবেটিস রোগীরা যে নিয়ম মানবেন
ফটো ফ্রেম
বিভিন্ন আনকমন ডিজাইনের ফটো ফ্রেম এখন অনলাইন শপসহ সবখানেই পাওয়া যায়। চাইলে আপনার ও বন্ধুদের কিছু সুন্দর মুহূর্তের ছবি দিয়ে তৈরি ফটো ফ্রেম উপহার দিতে পারে বন্ধুকে। এটি সারাজীবন ঘরে সাজিয়ে রাখতে পারবেন আপনার বন্ধু।
গিফট বাস্কেট
আপনি যদি আপনার বন্ধুকে একটু ভিন্ন কিছু দেওয়ার পরিকল্পনা করেন, তাহলে সেরা সিদ্ধান্ত হবে
গিফট বাস্কেট বা উপহারের ঝুড়ি বেছে নেওয়া। সেখানে একটি চকলেটের বাক্স, একটি ছোট পোস্টার, একটি কফি মগ, একটি খেলনা ও চাবির রিং দিতে পারেন।
ডিআইওয়াই কার্ডবক্স
অন্যান্য ধরনের অভিবাদন কার্ড থেকে বেশ আলাদা এই কার্ড। এটি দেখতে বাক্স-আকৃতির হলেও তা খুলতেই ধাপে ধাপে একাধিক ভাঁজ খোলা যায়। আপনি চাইলে বন্ধুত্বের উদ্ধৃতি, ছবি, ডুডল ও ছোট স্টিকার দিয়ে কার্ডটি পূরণ করতে পারেন। এটিকে আকর্ষণীয় দেখায়।
কম্বো উপহার
চিাইলে বন্ধুকে আপনি দিতে পরেন কম্বো উপহার। এক্ষেত্রে কফি মগ ও কুশনের একটি সেট বা একটি ফটো ফ্রেমের পাশাপাশি পছন্দের বই দিতে পারেন।
জেএমএস/এমএস