ঘূর্ণিঝড়ে সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৫ মে ২০২৪
ছবি-ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়তে পারে উপকূলে

ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়তে পারে উপকূলে। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল আছে। এ সময় দেশের সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তাই জেনে রাখা জরুরি ঘূর্ণিঝড়ের সময় কী করবেন, আর কী করবেন না-

>> বাড়ির কাছাকাছি থাকা মরা গাছের ডাল ছেঁটে ফেলুন। গাছের ব্যাপারে সতর্ক থাকুন। যাতে বাড়ির উপর এসে না পড়ে।

>> টিনের পাতলা শিট, লোহার কৌটা যেখানে সেখানে পড়ে থাকলে এক জায়গায় জড়ো করুন। না হলে ঝড়ের সময় এর থেকে বিপদ হতে পারে।

>> কাঠের তক্তা কাছে রাখুন যাতে কাঁচের জানলায় সাপোর্ট দেওয়া যায়।

আরও পড়ুন

>> ফোন, ল্যাপটপ ও অন্যান্য জরুরি বৈদ্যুতিক যন্ত্র আগে থেকেই চার্জ দিয়ে রাখুন।

>> হালকা শুকনো খাবার রাখুন বড়সড় বিপদের জন্য।

>> পর্যাপ্ত পানি মজুত রাখুন।

>> যে ঘরটি সবচেয়ে নিরাপদ সেখানে আশ্রয় নিন।

>> বাড়ির পোষ্য ও গবাদি পশুদেরও নিরাপদ স্থানে এনে রাখুন।

>> বিদ্যুৎ ব্যবস্থা ঠিক থাকলে টিভিতে খবরে নজর রাখুন। না হলে রেডিও চালিয়ে রাখতে পারেন।

>> সব ইলেকট্রিক জিনিসের সুইচ অফ করে দিন। প্লাগও খুলে দিতে হবে।

>> ঘূর্ণিঝড় থামতেই বাইরে বের হবেন না। অপেক্ষা করুন আবহাওয়া দফতরের পূর্বাভাসের। কারণ ঘূর্ণিঝড় চক্রাকারে ঘোরে।

জেএমএস/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।