গরমে একাধিক ডিম খেলে শরীরে যা ঘটে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৮ এপ্রিল ২০২৪
ডিম খাদ্যতালিকা থেকে বাদ দেবেন না

ডিম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে থাকে প্রোটিন, ফলে প্রতিদিন একাধিক ডিম খেলে ছোট-বড় রোগের ফাঁদে পড়ার ঝুঁকি বাড়ে। এমনিতে ডিম খুবই সহজপাচ্য একটি খাবার। তবে গরমের দিনে আমাদের হজমশক্তি খুব দুর্বল হয়ে পড়ে।

এমনকি গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা হয়। তাই তো গরমের দিনে একাধিক ডিম খেতে বারণ করেন বিশেষজ্ঞরা। জেনে নিন গরমে একাধিক ডিম খেলে শরীরে কী ঘটে-

জানলে অবাক হয়ে যাবেন, আমাদের অতি প্রিয় ডিমের কুসুমে রয়েছে কোলেস্টেরলের ভান্ডার। আর এই উপাদান হার্টেরও ক্ষতি করতে পারে। তাই হার্ট অ্যাটাক থেকে শুরু করে একাধিক জটিল অসুখের ফাঁদ এড়াতে চাইলে প্রতিদিন একাধিক আস্ত ডিম খাওয়া এড়াতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ডিমের সাদা অংশে অনেকের অ্যালার্জি থাকে। আর দিনে একাধিক ডিম খেলে এই সমস্যার ফাঁদে পড়ার ঝুঁকি বাড়ে।

তাই যাদের ডিম সহ্য হয় না বা ডিম খেলে যাদের ফুসকুড়ি বের হয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, তারা গরমের পাশাপাশি গোটা বছরই এই প্রাণিজ খাবারের থেকে দূরে থাকুন। নইলে যে সমস্যার শেষ থাকবে না।

আরও পড়ুন

গরমে খেজুর খেলে শরীরে যা ঘটে
হিটস্ট্রোক থেকে বাঁচতে কী করবেন, কী করবেন না?

ডিমে উপস্থিত থাকে সালমোনেল্লা নামক এক ধরনের ব্যাকটেরিয়া। তাই ডিম সবসময় ভালো করে সেদ্ধ করে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে অনেকেই এ নিয়ম মানেন না। আর গরমের দিনে এই ভুলটা করেন বলেই তাদের শরীরে প্রবেশ করে সেই ক্ষতিকর ব্যাকটেরিয়া।

তারপর শুরু হয়ে যায় ডায়রিয়া-বমি। তাই এসব সমস্যা থেকে রক্ষা পেতে চাইলে ডিম ভালো করে সেদ্ধ করে খান। আর চেষ্টা করুন এই গরমকালে দিনে একাধিক ডিম না খাওয়ার।

দিনে কয়টি ডিম খাওয়া উচিত?

ডিমকে খাদ্যতালিকা থেকে বাদ দিয়ে দেবেন না। বরং চেষ্টা করুন প্রতিদিন অন্তত ১টা ডিম খাওয়ার। তাতেই দেহে পুষ্টির ঘাটতি কিছুটা হলেও মিটবে। এমনকি কাছে ঘেঁষার সুযোগ পাবে না কোনো রোগ। তাই এবার থেকে এই নিয়ম মেনেই ডিম খান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।