শরীরে মেদ নাকি পানি জমছে, বুঝবেন যে লক্ষণে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৪ মার্চ ২০২৪
ছবি- ইডিমা বা ওয়াটার রিটেনশনও বলা হয় এ সমস্যাকে

শরীরের ওজন হঠাৎ করেই বেড়ে যাওয়ার কারণ শুধু মেদ নয়। অনেকেই হয়তো জানেন না, শরীরে অতিরিক্ত তরল বা ফ্লুইড জমার কারণেও দেহের ওজন বেড়ে যায়।

এক্ষেত্রে মুখ, চোখের কোল, হাত-পা, পায়ের পাতা ফুলতে শুরু করে। চিকিৎসা পরিভাষায় যাকে ইডিমা বা ওয়াটার রিটেনশনও বলা হয়। এই ওয়াটার রিটেনশন কিন্তু অন্য কোনো রোগের লক্ষণ হতে পারে।

কিডনি-লিভার সঠিকভাবে কাজ না করলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। তবে আরও কয়েকটি কারণে শরীরে পানি জমতে পারে। জেনে নিন কী কী-

অতিরিক্ত লবণের ব্যবহার

রান্নায় লবণ যেমনই হোক, প্রতিবার খাওয়ার পাতে লবণ রাখেন অনেকেই। তবে প্রয়োজনের চেয়ে বেশি লবণ খাওয়ার অভ্যাস কিন্তু শরীরে ফ্লুইড বা তরলের পরিমাণ বাড়িয়ে তোলে। যার ফলে শরীরে পানি জমে। পায়ের পাতায় পানি জমে পা ফুলে যায়।

আরও পড়ুন

ভিটামিন বি ৬ এর ঘাটতি

অনেকেই হয়তো জানেন না, শরীরে জমা অতিরিক্ত ফ্লুইড, সোডিয়াম শরীর থেকে বের করে দিতে সাহায্য করে ভিটামিন বি ৬।

শরীরে এই ভিটামিনের অভাব হলে দূষিত তরল জমতে শুরু করে। তাই রোজকার ডায়েটে এমন খাবার রাখার চেষ্টা করতে হবে, যেগুলো ভিটামিন বি ৬ সমৃদ্ধ।

শরীরচর্চার অভাব

সামগ্রিক সুস্থতার জন্য শরীরচর্চা করা প্রয়োজন। রক্ত সঞ্চালন ভালো রাখা থেকে পেশি সচল রাখা অথবা লিম্ফোটিক ড্রেনেজ সব কিছুতেই সাহায্য করে শরীরচর্চা। এর ফলে শরীরে ফ্লুইড জমতে পারে না।

সূত্র: হেলথলাইন

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।