জীবনসঙ্গী হিসেবে যে কারণে সেরা হন বইপ্রেমীরা

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:২০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৩

মামুন রাফী

বইপ্রেমী মানুষকে দেখলে অনেকেই ভাবেন তারা বোরিং অথবা আনরোমান্টিক। তবে জানলে অবাক হবেন, তারাই কিন্তু জীবনসঙ্গী হিসেবে সেরা হন। আসলে বইপ্রেমীদের জীবন বইকে ঘিরেই।

বই সংগ্রহ করা বইপ্রেমীদের জন্য শুধু একটি নিছক শখ নয়, এটি একটি আর্ট। চলুন জেনে নেওয়া যাক বইপ্রেমীরা কেন জীবনসঙ্গী হিসেবে সেরা হন-

আরও পড়ুন: মানসিক চাপ থেকে কীভাবে মুক্তি পাবেন?

সহমর্মী হন

বইপ্রেমীরা অন্যদের তুলনায় আপনার পরিস্থিতি সহজে বুঝতে পারেন। ফলে তাদের কাছে গেলে সমস্যার সমাধান পাবেন সহজেই।

আপনাকে একটি নতুন পৃথিবী দেখাবে

বিভিন্ন স্থান ও মানুষদের নিয়ে তাদের ভালো ধারণা থাকে। সবকিছু সম্পর্কে তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি।

তাদেরকে কোনো জায়গার নাম বলুন, দেখবেন তারা আপনাকে সে স্থানের গল্প বলছে। তারা আপনাকে গুগলের মতো কাজ দেবে।

আরও পড়ুন: সিঙ্গেলদের যত সুবিধা

আপনার কল্পনাশক্তি বাড়াতে পারে

হ্যাঁ, বই-প্রেমীরা গল্পের মাধ্যমে আপনার কল্পনাকে জাগ্রত করতে পারে। আপনি সবকিছুতে সৃজনশীল ও দূরদৃষ্টি সম্পন্ন হবেন।

তারা খুব ভালো শ্রোতা হয়

আপনার কথা বলার সময় তারা আপনাকে বিরক্ত করবে না। বরং তারা আপনাকে বলার জন্য প্ররোচিত করবে ও আপনি যা বলবেন তা মনোযোগ দিয়ে শুনবে।

আরও পড়ুন: সঙ্গীর চোখে চোখ রেখে কথা বললে যা হয়

আপনি সহজে তাদের খুশি করতে পারবেন

তাদেরকে সন্তুষ্ট করতে চান? উপহার দিতে চান? প্রয়োজন একটি বই। একটি বইয়ের দোকানে যান, একটি বই কিনুন ও উপহার দিয়ে দেখুন বইপ্রেমীরা কতটা খুশি হন। বইয়ে আপনার স্নেহ ও ভালোবাসার শুভেচ্ছা জানাতে পারেন।

মনে কষ্ট নেবে না

বেশিরভাগ বইপ্রেমীরাই একাকিত্বকে মূল্য দেয়। ফলে তারা আপনার সঙ্গে সহজেই আপোষ করতে পারে। এমন জীবনসঙ্গী আপনাকে ভরসা দেবে, স্বাধীনতা দেবে।

আরও পড়ুন: স্ত্রীর চোখে স্বামী হিসেবে সেরা যেসব পুরুষ

তুচ্ছ জিনিসেও প্রশংসা করে

তারা সবকিছু থেকে আনন্দ নিতে পারে। প্রতিটা জিনিসে তারা সৌন্দর্য খুঁজে পায়। প্রকৃতি থেকে তারা শিক্ষা নিতে পারে।

নির্ভরযোগ্য হয়

আপনি তাদের যা খুশি তাই বলতে পারেন, এমনকি আপনার লুকানো কথাও। তারা আপনাকে গোপনীয়তা নিশ্চিত করবে।

আরও পড়ুন: সম্পর্ক তাড়াতাড়ি ভাঙে যেসব কারণে

যে কোনো বিষয়ে কথা বলতে পারে

তারা প্রচুর বই পড়ে ও তথ্যে ভরপুর থাকে। ফলে আপনাকে বিরক্ত না করেই ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারেন বইপ্রেমীরা। আপনি অমনোযোগী হলে আরও মজা করে শোনাবে।

আপনাকে বিচার করবে না

বইপ্রেমীরা মানুষকে বুঝতে চেষ্টা করেন। আপনার অদ্ভুত আচরণকেও তারা সহজভাবে নেবে। কখনোই আপনাকে বিচার করবে না। তাই বইপ্রেমীকে সঙ্গী করুন। আপনি কখনোই অনুতপ্ত হবেন না।।

লেখক: কবি ও সাংবাদিক

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।