চোখে ঝাপসা দেখা, হাত-পা অবশ হওয়ার লক্ষণ হতে পারে মারাত্মক

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ব্রেন টিউমারের নাম শুনলেই কমবেশি সবাই ভয় পান। এক্ষেত্রে মস্তিষ্কের ভেতরে ক্যানসার বা নন ক্যানসার কোষের বৃদ্ধি ঘটে। এই টিউমার শুধু মস্তিষ্কেও হতে পারে আবার শরীরের অন্য অংশে তৈরি হয়ে মস্তিষ্কে ছড়াতে পারে।

ব্রেন টিউমারের কয়েকটি ধরন আছে। কত দ্রুত টিউমারটি বেড়ে উঠছে, কোন অংশে হয়েছে, স্নায়ু কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, টিউমারটি ক্যানসারাস কি না ইত্যাদি বিষয় দেখার পরই চিকিৎসকরা রোগীর চিকিৎসা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: প্রচণ্ড মাথাব্যথা হতে পারে স্ট্রোকের লক্ষণ, বুঝবেন যেভাবে

তবে বিশেষজ্ঞদের কথায়, এই রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে নিরাময়যোগ্য, অন্যথায় রোগীর প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। তাই ব্রেন টিউমারের কিছু লক্ষণ দেখলে কখনো অবহেলা করবেন না। প্রাথমিক অবস্থায় অনেকের মধ্যেই দেখা দিতে পারে কয়েকটি লক্ষণ-

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১. চোখে ঝাপসা দেখা
২. মুখের স্বাদ চলে যাওয়া
৩. কাঁপুনি দেওয়া
৪. মৃগী
৫. হাতের বা শরীরের একদিক অবশ হয়ে যাওয়া
৬. ভারসাম্যহীন হয়ে পড়া
৭. হাঁটতে গিয়ে পড়ে যাওয়া
৮. বুঝতে না পারা
৯. ব্যক্তিত্বে বদল
১০. অজ্ঞান হয়ে যাওয়া
১২. বমি পাওয়া বা বমি হওয়া ইত্যাদি।

আরও পড়ুন: গরমে প্রচণ্ড মাথাব্যথা হলে সমাধানে যা করবেন

উপরের সব লক্ষণের পাশাপাশি আরও দুটি উপসর্গ আছে যা নিয়মিত দেখা দিতে পারে। এ দুটি লক্ষণ হলো- প্রচণ্ড মাথাব্যথা ও মাথায় অতিরিক্ত চাপের জন্য নিজেকে অসুস্থ মনে হওয়া।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য মতে, এই মাথা ব্যথার ধরন সাধারণ মাথা ব্যথার চেয়ে আরও কষ্টদায়ক। এক্ষেত্রে খুব ব্যথা হয়। এমনকি ব্যথা প্রতিদিনই হতে পারে। তাই মাথাব্যথাকে সামান্য ভেবে ওষুধ খেয়ে দমিয়ে রাখবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সূত্র: মায়ো ক্লিনিক/মেডিকেল নিউজ টুডে

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।