বর্ষায় ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ দূর করবেন যেভাবে
বর্ষায় ঘরের পরিবেশ স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে। এ সময় বৃষ্টির কারণে ঘরের ভেতরে উচ্চ আর্দ্রতা তৈরি হয়। এমনকি ঘরের আশপাশে জলাবদ্ধতার কারণেও ঘর স্যাঁতস্যাঁতে হতে পারে। ঘরে স্যাঁতস্যাঁতে পরিবেশ সৃষ্টি হলে ওয়ারড্রোব, জামাকাপড়সহ সব কিছুতেই দুর্গন্ধের সৃষ্টি হয়।
এমন পরিস্থিতিতে ঘরের ভেতরের আর্দ্রভাব দূর করতে করণীয় তা জানেন না অনেকেই। এক্ষেত্রে প্রথম পদক্ষেপটি হলো ঘর পরীক্ষা করা ও ঠিক ঘরের কোন স্থান থেকে স্যাঁতস্যাঁতে পরিবেশের সৃষ্টি হচ্ছে সেটি খেয়াল করুন।
এছাড়াও পড়ুন: বর্ষায় কঠিন সব রোগ থেকে বাঁচতে যা করা জরুরি
দেওয়াল ও ছাদে স্যাঁতস্যাঁতে প্যাচ, দেওয়ালে সাদা খনিজ বা ছত্রাক জমা, কোনো পাইপে ফাটল দেখা দিয়েছে কি না ইত্যাদি খেয়াল করুন।
যদি দেখে দেওয়ালে ডাম্প ধরেছে, বা পাইপ ছিদ্র হয়েছে সেগুলো আগে মেরামত করে নিন। এর পাশাপাশি ঘরের স্যাঁতস্যাঁতে ভাব দূর করুন কয়েকটি নিয়ম মেনে-
ঘরে বায়ু চলাচল স্বাভাবিক রাখুন
বৃষ্টি হলে অনেকেই জানালা-দরজা বন্ধ করে থাকেন। তবে মাঝেমধ্যে জানালা খুলে দিন, যাতে ঘরে বাতাস চলাচল করতে পারে। এতে ঘর স্যাঁতস্যাঁতে হবে না।
এছাড়াও পড়ুন: বর্ষা আসতেই যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে
ঘরের আর্দ্রতা দূর করুন
আর্দ্রতা নিয়ন্ত্রণ ও কমানোর সবচেয়ে সহজ উপায় হলো রান্নার সময় সসপ্যান ঢেকে রাখা, যাতে বাষ্প তৈরি না হয়। ঘরে ভেজা কাপড় শুকাবেন না ও গোসলের পর বাথরুম মুছে রাখুন।
এছাড়া ঘরের ভেতর থেকে অতিরিক্ত আর্দ্রতা অপসারণ করতে একটি পোর্টেবল ডিহিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন।
এক্সজস্ট ফ্যান চালু করুন
রান্নাঘরে রান্না করার সময় বা বাথরুমে গরম গোসল করার সময় আর্দ্রতার মাত্রা বেড়ে যায়। এ কারণে রান্নাঘরের হাবের উপরে একটি চিমনি ইনস্টল করুন, যাতে এটি বাষ্প, রান্নাঘরের গন্ধ ও রান্না করার সময় উৎপাদিত অন্যান্য দূষককে নির্মূল করে।
এছাড়াও পড়ুন: বর্ষায় শিশুকে নানা রোগ থেকে বাঁচাবেন যেভাবে
আর্দ্রতা শোষণ করে এমন গাছ রাখুন
বস্টন ফার্ন, পিস লিলি, অ্যারেকা পাম, ইংলিশ আইভি ও স্পাইডার প্ল্যান্টের মতো হাউসপ্ল্যান্ট ঘরে রাখুন। এসব গাছ বাতাস থেকে আর্দ্রতা অপসারণ করতে কার্যকর।
এই গাছগুলো কেবল আর্দ্রতাই কমায় না বরং বায়ু বিশুদ্ধকারী হিসেবেও কাজ করে যা ক্ষতিকারক রাসায়নিক শোষণ করে এবং অভ্যন্তরীণ বায়ুর গুণমান উন্নত করে।
দেওয়ালে ছত্রাক জমলে পরিষ্কার করুন
বর্ষায় ঘরের বিভিন্ন দেওয়ালে ছত্রাক দেখা দেয়। ঘরের ওযেসব স্থান বেশি আর্দ্র থাকে বা বাতাস চলাচল করতে পারে না সেখানে এমনটি ঘটে।
বিশেষ করে আসবাবপত্রের পেছনের দেওয়াল, বাড়ির অব্যবহৃত কোণ, জানালার সিল, ওয়ারড্রোব ও বন্ধ রান্নাঘর বা বাথরুমের ক্যাবিনেটে।
এছাড়াও পড়ুন: বর্ষায় হতে পারে যে ৫ ধরনের অ্যালার্জি
সতর্কতা হিসেবে, সব সময় আসবাবপত্র দেওয়াল থেকে কমপক্ষে ২ ইঞ্চি দূরে রাখুন। এতে বাতাস অবাধে চলাচল করতে পারে ও ছত্রাকের বৃদ্ধি রোধ হবে।
দেওয়াল ও আসবাবপত্র ছত্রাকমুক্ত রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো এটি একটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেলা। পরবর্তী সময়ে তিন ভাগ পানি দিয়ে এক ভাগ ব্লিচের দ্রবণ তৈরি করে সেখানে স্প্রে করুন।
কয়েক মিনিটের জন্য থাকতে দিন, তারপর ছাঁচ অদৃশ্য না হওয়া পর্যন্ত একটি নরম ব্রাশ দিয়ে পৃষ্ঠটি ঘষে নিন।
সূত্র: আর্কিটেকচারাল ডাইজেস্ট
জেএমএস/এমএস