এয়ার কুলার পরিষ্কার না করলেই বিপদ, কতদিন পরপর করবেন?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৯ জুলাই ২০২৩

অনেকের ঘরেই এখন এয়ার কুলার আছে। এয়ার কন্ডিশনের সেরা বিকল্প এটি। তবে কুলারের ট্যাঙ্কে এ সময় পানি জমতে থাকলে ডেঙ্গু-ম্যালেরিয়ার মশা জন্মাতে পারে। আবার নিয়মিত পরিষ্কার না করলে জমে থাকা পানি কুলারের ক্ষতিও করতে পারে।

যদিও বৃষ্টির দিনে তুলনামূলক কম ব্যবহার করা হয় কুলার। তাই এ সময় কুলারে পানি জমিয়ে রাখবেন না। তবে এয়ার কুলারের ট্যাঙ্ক পরিষ্কার করাও কিন্তু বেশ সময়সাধ্য বিষয়।

আরও পড়ুন: কম সময়ে সিলিং ফ্যান পরিষ্কারের উপায়

তবে কিছু কৌশল অবলম্বন করলে খুব সহজেই পরিষ্কার করা যায় এয়ার কুলার। এই নিয়ম মেনে ধাপে ধাপে খুব সহজেই কুলারের প্যাড, উইংসহ অন্যান্য অংশ পরিষ্কার করতে পারবেন।

কতদিন পরপর এয়ার কুলারের ট্যাঙ্ক পরিষ্কার করবেন?

গ্রীষ্ম হোক বা বর্ষা, যে কোনো মৌসুমেই কুলারের ট্যাঙ্ক প্রতি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করা উচিত। কারণ কুলার বাইরে থেকে বাতাস টেনে ঠান্ডা করে তা বাইরে বের করে দেয়। তাতেই ঘর ঠান্ডা হয়।

এ কারণে বাইরে থেকে যে বাতাস কুলারের ভেতরে ঢোকে, তাতে ধুলোবালি ও ব্যাকটেরিয়া থাকে। পরবর্তী সময়ে তা কুলারের ভেতরেই জমতে পারে।

আরও পড়ুন: চার্জার ফ্যান বিস্ফোরণ ঘটতে পারে যখন তখন, সতর্ক থাকুন

তাই নির্দিষ্ট সময়ে কুলার পরিষ্কার না করলে জমে থাকা এসব ব্যাকটেরিয়া থেকে রোগ ছড়াতে শুরু করতে পারে। আবার কুলারের শীতলতার পরিমাণও কমে যেতে পারে।

ট্যাঙ্ক পরিষ্কারের পদ্ধতি

প্রথমে কুলারের পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। এজন্য সবার আগে প্লাগ খুলে ফেলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে হবে। এরপর কুলার ট্যাঙ্ক থেকে ব্যবহৃত পানি ফেলে দিতে হবে।

অনেক সময় কুলার ট্যাঙ্কে ময়লাও জমে থাকে। দীর্ঘদিন পানি জমে থাকার ফলে শ্যাওলার মতো জমতে পারে। সেগুলো পরিষ্কার কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে দিন।

আরও পড়ুন: রান্নাঘরের তেল চিটচিটে এক্সজস্ট ফ্যান পরিষ্কার করুন সহজেই

তারপর সামান্য সাদা ভিনেগার দিয়ে প্রায় ঘণ্টখানেক রেখে দিতে হবে। পরে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। এতে কোনো ব্যাকটেরিয়া থাকলে তা পরিষ্কার হয়ে যাবে। কারণ ভিনেগারের অ্যাসিডের প্রভাবে যাবতীয় জীবাণু ধ্বংস হয়ে যাবে।

কুলিং প্যাড পরিষ্কারের পদ্ধতি

কুলারের ট্যাঙ্কের মতো কুলিং প্যাডও পরিষ্কার করুন। আর্দ্রতার কারণে এখানেও ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। এটি পরিষ্কারে এক বালতি পানিতে লেবু ও ভিনেগার মিশিয়ে কুলিং প্যাড পরিষ্কার করুন। তারপর চড়া রোদে রেখে ভালো করে কুলিং প্যাড শুকিয়ে নিন।

সূত্র: নিউজ ১৮

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।