সব ঋতুতেই সাদা শার্টে স্টাইল করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৯ জুন ২০২৩

গ্রীষ্ম হোক বা বর্ষা, সাদা শার্টের ফ্যাশন কখনো পুরোনো হয় না। হোক নারী বা পুরুষ সাদা শার্টে সবাইকেই দারুণ দেখায়। আর এক সাদা শার্টে ভিন্ন ভিন্ন লুকে স্টাইলও করা যায়।

বিশেষ করে সাধারণ সাদা শার্টে ফ্যাশনেবল টুইস্ট দেওয়ার একটা আলাদা ক্রেজ আছে নারীদের মধ্যে। যেমন- শীতকালে একটি ব্লেজার বা ওভারকোটের সঙ্গে সহজেই সাদা শার্ট পরা যায়। আবার গরমেও ভিন্ন উপায়ে স্টাইল করা যায় এক সাদা শার্ট দিয়েই।

আরও পড়ুন: যে কারণে সাদা টি-শার্ট পরা পুরুষে আকৃষ্ট হন নারীরা

একটি সাদা শার্ট স্টাইল করার অগণিত উপায় আছে। আপনি পালাজ্জো থেকে শুরু করে জিন্স, ট্রাউজার, স্কার্টের সঙ্গে পরতে পারেন সাদা শার্ট। গরমে খুব সহজেই যে কোনো রঙের স্কার্ট দিয়ে পরে নিতে পারেন একটি সাদা শার্ট।

সাদার সঙ্গে যে কোনোরং মানিয়ে যায়। আপনি চাইলে যে কোনো অনুষ্ঠান অনুযায়ীও সাদা শার্ট দিয়ে স্টাইল করতে পারেন। আপনি ইচ্ছেমতো লম্বা কিংবা শর্ট শার্ট পছন্দ করতে পারেন।

সাদা লং শার্টের সঙ্গে একটি রঙিন বেল্ট বা স্কার্ফ ব্যবহার করতে পারেন। এছাড়া ভিন্ন লুক পেতে চুলে একটি স্কার্ফ বেঁধে নিন।

আরও পড়ুন: গরমে যে রঙের পোশাক পরলে স্বস্তি মিলবে

একটি সাদা শার্ট স্টাইল করার আরেকটি উপায় হলো এটি একটি শ্রাগ হিসেবে পরা। আপনি জিন্সের সঙ্গে একটি টি-শার্ট পরে তার উপরে লং শ্রাগ পরলে দারুণ দেখাবে।

পালাজ্জো হলো সবচেয়ে ট্রেন্ডি স্টাইল, যা আপনি এই গ্রীষ্মে এমনকি শীতেও পরতে পারেন সাদা শার্টের সঙ্গে। আপনি বিভিন্ন ডিজাইন ও রঙের পালাজ্জো খুঁজে পাবেন, যা সাদা শার্টের সঙ্গে সহজেই মেলে। চাইলে ফর্মাল লুক দেখাতে সাদা শার্টের সঙ্গে পালাজ্জো প্যান্ট পরতে পারেন।

আর পুরুষরা চাইলে সব ঋতুতেই সাদা শার্ট বা টি-শার্টের সঙ্গে ডেনিম জিন্স কিংবা ব্ল্যাক প্যান্টও পরতে পারেন। মনে রাখবেন স্টাইলিশ লুকের জন্য বাহারি রং নং সাদা পরেই আকর্ষণীয় হয়ে উঠতে পারেন।

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।