চার্জার ফ্যান চার্জ দেওয়ার সময় যা মানা জরুরি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:১০ পিএম, ১৫ জুন ২০২৩

এই অসহনীয় গরমে কমবেশি সবাই চার্জার বা পোর্টেবল ফ্যানে অভ্যস্ত হয়ে পড়েছেন। ঘরে বাইরে সব জায়গাতেই বহনযোগ্য এই ফ্যানগুলো স্বস্তি দিতে পারে সব সময়।

তবে ব্যবহারের ভুলেই হোক আর আকস্মিকভাবেই হোক এরই মধ্যে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে চার্জার ফ্যান বিস্ফোরণের মাধ্যমে। এজন্য সবারই চার্জার ফ্যানের ব্যবহার সম্পর্কে সতর্ক হওয়া জরুরি। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কীভাবে পোর্টেবল রিচার্জেবল ফ্যান চার্জ করা উচিত?

বিজ্ঞাপন

আরও পড়ুন: যে উপায়ে ফ্রিজ ব্যবহারে কম আসবে বিদ্যুৎ বিল

একটি রিচার্জেবল ফ্যানের চার্জিং সময় ফ্যানের ধরন ও মডেলের পাশাপাশি এর ব্যাটারির ক্ষমতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সাধারণত বেশিরভাগ রিচার্জেবল ফ্যান সম্পূর্ণ চার্জ হতে প্রায় ২-৪ ঘণ্টা সময় নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আপনার রিচার্জেবল ফ্যানের জন্য নির্দিষ্ট চার্জিং সময় নির্ধারণ করতে প্রস্তুতকারকের নির্দেশাবলী অনুসরণ করা জরুরি।

এটিও মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ব্যাটারিকে অতিরিক্ত চার্জ করলে এর জীবনকাল ও কর্মক্ষমতা কমতে পারে। তাই প্রস্তুতকারকের প্রস্তাবিত চার্জিং সময় ও নির্দেশাবলী অনুসরণ করেই পোর্টেবল ফ্যানের চার্জ দিতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: চার্জার ফ্যান বিস্ফোরণ ঘটতে পারে যখন তখন, সতর্ক থাকুন

অনেকেই চার্জে রেখেই রিচার্জেবল ফ্যানগুলো ব্যবহার করেন, যা হতে পারে বিপজ্জনক। পুরোপুরি চার্জ না হওয়া পর্যন্ত এটি ব্যবহার না করাই ভালো।

ফ্যান সম্পূর্ণ চার্জ হয়েছে কি না কীভাবে বুঝবেন?

বিজ্ঞাপন

চার্জ করার সময়, একটি চার্জিং আলো লাল হবে ও যখন পূর্ণ হবে, এটি সবুজ বা নীল হবে। ইউএসবি সরবরাহের উপর নির্ভর করে, চার্জ করার সময় ২-৩ ঘণ্টার মধ্যে হতে পারে।

যখন ব্যাটারি ডিসচার্জ হতে শুরু করে ও একটি রিচার্জের প্রয়োজন হয়, তখন ফ্যানটি বন্ধ হয়ে যাবে। কারণ ব্যাটারি অতিরিক্ত চার্জ করা যায় না, চার্জ করা সহজ ও নিরাপদ।

বিজ্ঞাপন

আরও পড়ুন: চার্জার ফ্যান ভালো রাখতে যত্ন নেবেন যেভাবে

কতক্ষণ আমার পোর্টেবল চার্জার ফ্যান চার্জ করা উচিত?

ব্যবহারের আগে কমপক্ষে ২ ঘণ্টা ফ্যান চার্জ করুন। যদি ফ্যানটি একটি বর্ধিত সময়ের জন্য ব্যবহার করা না হয়, ব্যাটারির ক্ষতি এড়াতে প্রতি তিন মাসে এটি চার্জ করুন।

বিজ্ঞাপন

সেরা রিচার্জেবল পোর্টেবল ফ্যানে ব্যাটারি কতক্ষণ স্থায়ী হয়?

ভালো মানের ব্যাটারিচালিত ফ্যানগুলোর ব্যাটারি লাইফ সাধারণত ১০-২৪ ঘণ্টা থাকে ও চার্জ করার সময়ও সম্পূর্ণরূপে কাজ করতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন: গরমে কতক্ষণ এসি চালানো উচিত?

রিচার্জেবল ফ্যান কেনার সময় কী দেখবেন?

ব্যাটারি লাইফ- এমন একটি ফ্যানের সন্ধান করুন যা সম্পূর্ণরূপে ব্যাটারি ব্যবহার করতে পারে ও দীর্ঘ সময়ের জন্য চলতে পারে।
ব্যবহারযোগ্যতা- ফ্যানের পাখা ভালো বাতাস দিচ্ছে কি না তা বিবেচনা করুন।
পোর্টেবল- ফ্যানটি পোর্টেবল বা বহনযোগ্য কি না তা দেখুন।

আরও পড়ুন: এসি কেনার আগে চেক করুন বিশেষ ৪ সুবিধা আছে কি না

চার্জার ফ্যানের ব্যাটারি ভালো রাখবেন যেভাবে-

>> তাপ ও আর্দ্রতা থেকে দূরে, ঘরের তাপমাত্রায় ফ্যানটি সংরক্ষণ করুন।
>> এটিকে অন্যান্য ধাতব বস্তু থেকে দূরে রাখুন, যেমন- কয়েন বা চাবি।
>> ব্যবহারের আগে পোর্টেবল রিচার্জেবল ব্যাটারি পুরোপুরি চার্জ করুন।
>> শীতকালে বা অন্যান্য সময় যখন সেটি ব্যবহার করবেন না, তখন এর ব্যাটারি ভালো রাখতে ৩ মাসের বেশি সময় ধরে সম্পূর্ণ চার্জ করা অবস্থায় রাখবেন না।

সূত্র: রিচার্জেবল গ্যাজেট

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।