জীবনে সত্যিকারের সুখী কি না বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ১০ জুন ২০২৩

জীবনে সবাই সুখী হতে চায়। অনেকেই হন আবার কেউ কেউ অসুখী রয়ে যান। সুখ আসলে মনের বিষয়। মন থেকে যদি আপনি নিজেকে সুখী ভাবেন, সেটিই কিন্তু আপনার জীবন ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাবে।

সুখী ব্যক্তিদের মধ্যে থাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, যা জীবনের মান উন্নত করতে পারে। অনেকেই হয়তো মনে করতে পারে, তিনি জীবনে অসুখী! তবে কিছু অভ্যাস আছে যার মাধ্যমে বুঝতে পারবেন জীবনে আপনি সত্যিকারের সুখী কি না।

আরও পড়ুন: স্বামী হিসেবে সেরা যেসব পুরুষরা

কৃতজ্ঞতা প্রকাশ করা

সুখী ব্যক্তিদের মধ্যে কৃতজ্ঞতার অভ্যাস থাকে। তারা জীবনের ছোট ছোট আনন্দ ও আশীর্বাদের জন্য নিয়মিত কৃতজ্ঞতা প্রকাশ করে।

সৃষ্টিকর্তার প্রতি তো বটেই, কোনো মানুষের কাছ থেকে সামান্য সাহায্য পেলেও সুখী ব্যক্তিরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে দ্বিধাবোধ করেন না।

সম্পর্ক বজায় রাখেন

প্রকৃত সুখী ব্যক্তিরা পরিবার, বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যথেষ্ট সময় ব্যয় করেন। জীবনের অন্যান্য কাজ থেকে পরিবার ও কাছের মানুষের মূল্যায়নে অেন্যদের চেয়ে এগিয়ে থাকেন সুখী ব্যক্তিরা।

আরও পড়ুন: কম খরচের বিয়েই দীর্ঘস্থায়ী হয়: গবেষণা

আত্মসম্মান বজায় রাখেন

আত্মসম্মান বজায় রাখার বিকল্প নেই। যারা এই গুণে গুণান্বিত তারাই কিন্তু প্রকৃত সুখী ব্যক্তি। এমন মানুষরা নিজেদের মূল্যবোধ, আবেগ ও আকাঙ্খার প্রতি নিয়ন্ত্রণ রাখতে পারেন।

নিজেকে ভালোবাসেন

আপনি যদি নিজেকেই ভালোবাসতে না পারেন তাহলে অন্যকে কীভাবে ভালোবাসবেন! প্রকৃত সুখী ব্যক্তিদের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস নিজেকে ভালোবাসা।

তারা নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে খেয়াল রাখেন। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাওয়া ও শখপূরণের চেষ্টা করেন সুখী ব্যক্তিরা।

আরও পড়ুন: অবিবাহিতদের মধ্যে গ্যাস্ট্রিক ক্যানসারের ঝুঁকি বেশি: গবেষণা

শেখার আগ্রহ থাকে

ব্যক্তিগত হোক কিংবা পেশাগত জীবন, সব ক্ষেত্রে নতুন কিছু শেখার মনোভাব রাখেন সুখী ব্যক্তিরা। তারা বিভিন্ন প্রতিবন্ধকতায় কাবু না হয়ে বরং চ্যালেঞ্জ গ্রহণ করেন। জীবনের প্রতিটি পদক্ষেপে শিখতে, অভিজ্ঞতা অর্জনে ও কৌতূহল মেটানোর চেষ্টা করেন প্রকৃত সুখীরা।

বর্তমান নিয়ে বাঁচেন

প্রকৃত সুখী তারাই, যারা অতীত আঁকড়ে থাকেন না কিংবা ভবিষ্যত নিয়ে অতিরিক্ত চিন্তা করেন না। বর্তমান নিয়ে যারা চিন্তা করেন ও কালকের দিনে নতুন কী করবেন, তারে জন্য প্রস্তুতি গ্রহণ করেন সুখী ব্যক্তিরা।

তারা মননশীলতা অনুশীলন করে ও দৈনন্দিন অভিজ্ঞতার আলোকে নতুন কিছু করার প্রচেষ্টা করেন। সবচেয়ে বড় বিষয় হলো, সুখী ব্যক্তিরা কখনো অনুশোচনা করেন না। আপনার মধ্যেও যদি এসব অভ্যাস ও গুণ থাকে, তাহলে নিঃসন্দেহে আপনিও একজন সুখী ব্যক্তি!

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।