বার্গার খাওয়ার দিন আজ

বর্তমান বিশ্বের জনপ্রিয় একটি ফাস্টফুড হলো বার্গার। ছোট-বড় সবাই খেতে পছন্দ করেন মুখোরোচক এই খাবার। কম খরচে ও দ্রুত ক্ষুধা মেটানোর অন্যতম এক খাবার এটি। বার্গার বিভিন্ন টপিং, মসলা ও বিভিন্ন ফ্লেভারের তৈরি করা হয়।
আজ কিন্তু বার্গার খাওয়ার দিন, অর্থাৎ আন্তর্জাতিক বার্গার দিবস। চাইলে আজ ঘরে তৈরি করুন অথবা বন্ধু কিংবা পরিবারে সদস্যদের নিয়ে ভালো রেস্টুরেন্টে গিয়ে বার্গারের স্বাদ নিন ও দিবসটি উদযাপন করুন।
আরও পড়ুন: পিৎজা, বার্গার, আইসক্রিম কেন সবার এতো পছন্দের?
আন্তর্জাতিক বার্গার দিবস প্রতিবছর ২৮ মে পালিত হয়। আপনি জেনে হয়তো অবাক হবেন, হ্যামবার্গার আমেরিকান ফাস্ট ফুডের একটি প্রতীক। তবে এর উৎপত্তিস্থল কোথায় সেই তথ্য অস্পষ্ট।
তবে জানা গেছে, চেঙ্গিস খানের সামরিক ব্যারাক থেকে শুরু করে নিউইয়র্ক হারবারে জার্মান স্টিমশিপ ডকিং পর্যন্ত হ্যামবার্গারের আকর্ষণীয় অস্তিত্ব ছিল।
বার্গারকে জার্মান শহর হামবুর্গের নামে ডাকা হলেও, হ্যামবার্গার কোথা থেকে এসেছে বা কীভাবে এর নাম রাখা হয়েছে তা কেউ জানে না। তবে ধারণা করা হয়, ১৭৫৮ সালে প্রকাশিত ‘হামবুর্গ সসেজ’ নামক পরিচিত একটি খাবারের রেসিপি থেকে হ্যামবার্গার উদ্ভূত।
আরও পড়ুন: পিৎজা-বার্গার খেয়েও যেভাবে ফিট নোরা ফাতেহি
কিছু ইতিহাসবিদদের মতে, হ্যামবার্গার ১৯০০ সালে ডেনিশ অভিবাসী লুই ল্যাসেন দ্বারা নিউ হ্যাভেনে তৈরি করা হয়েছিল। আরেকটি সংস্করণ হলো, এটি বিশ্ব মেলায় তৈরি করা হয়েছিল ১৯০৪ সালে সেন্ট লুই ফুড ফেস্টিভ্যালে।
বলা হয়, একজন ব্যবসায়ী ক্ষুধার্ত ছিলেন ও তার দ্রুত খাবার প্রয়োজন ছিল। কথিত আছে, লুই দুই টুকরো রুটির মধ্যে গ্রিলড গরুর মাংস স্যান্ডউইচ করে বার্গারটি তৈরি করেছিলেন।
হ্যামবার্গার তৈরির জন্য কৃতিত্বপ্রাপ্ত আরেক ব্যক্তি হলেন অটো ক্রাউস। তবে জনপ্রিয় এই খাবারের উদ্ভাবক কে তা নিয়ে এখনো বিতর্ক আছে।
আরও পড়ুন: তেল চিটচিটে গ্যাসের চুলা ঝকঝকে করুন ৫ মিনিটেই!
তবে ১৭৫৮ সালে হ্যামবার্গার সসেজের রেসিপি প্রথমবারের মতো একটি কুকবুকে পাওয়া যায়। ১৯০৪ সালের বিশ্ব মেলার পরে বার্গার আরও জনপ্রিয় ও সস্তা ফাস্টফুড হয়ে ওঠে।
বার্গার সম্পর্কিত অবাক করা আরও এক তথ্য হলো, হোয়াইট ক্যাসেল বর্গাকার হ্যামবার্গার তৈরি করা শুরু করে যেটিকে তারা স্লাইডার বলত।
ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে প্রথম খোলা হয় ম্যাক ডোনাল্ডস। এটি একটি আইকনিক ফাস্টফুড রেস্তোরাঁ, যেটি প্রাচীনতম বার্গার বিক্রয়কেন্দ্র হিসেবে বিশ্বব্যাপী জনসপ্রিয়।
সূত্র: ন্যাশনালটুডে
জেএমএস/জেআইএম