উচ্চ রক্তচাপ হওয়ার কারণ কী?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ১৭ মে ২০২৩

হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় এখন কমবয়সীরাও ভুগছেন। এ নিয়ে মানুষের মধ্যে এখনো তেমন সতর্কতা ও সচেতনতা নেই। আবার অনেকে উচ্চ রক্তচাপের সমস্যা কী, সেটাও হয়তো জানেন না।

চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, উচ্চ রক্তচাপেরই আরেক নাম হাইপারটেনশন। যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা সংস্থা এনএইচএস হাইপারটেনশনকেই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বলে বর্ণনা করছে। বিশ্বব্যাপী প্রায় ১৫০ কোটি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।

আরও পড়ুন: হঠাৎ প্রেশার বেড়ে গেলে দ্রুত যা করবেন

বাংলাদেশে প্রতি ৫ জনে একজন ভুগছেন উচ্চ রক্তচাপের সমস্যায়। আর প্রায় ৫৯ শতাংশ মানুষ জানেনই না যে তারা এই সমস্যায় ভুগছেন।

জানলে অবাক হবেন, উচ্চ রক্তচাপ হৃদরোগসহ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয় দ্বিগুণ। তবে উচ্চ রক্তচাপ কীভাবে হয় ও এর কারণ?

আরও পড়ুন: যে কারণে স্বামী-স্ত্রী একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন

>> পারিবারিক বা বংশগত
>> জিনগত কারণ
>> বয়স
>> শারীরিক কসরত না করা
>> তামাকজাত দ্রব্য গ্রহণ বা ধূমপান
>> লবণ বেশি খাওয়া
>> মানসিক চাপ বা অতিরিক্ত উৎকণ্ঠা
>> অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
>> মদপান
>> স্থূলতা বা মোটা হয়ে যাওয়া
>> গর্ভাবস্থা বা প্রেগনেন্সি
>> কিডনির সমস্যা
>> থাইরয়েডের সমস্যা
>> হাইপার প্যারাথাইরয়েডিজম
>> ফিওক্রমসাইটোমা
>> এড্রেনাল গ্রন্থির সমস্যা
>> কুশিং সিনড্রোম
>> এক্রোমেগালি
>> বিভিন্ন ওষুধ সেবন ইত্যাদি।

সূত্র: মায়োক্লিনিক/বিবিসি

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।