উত্তরায় স্পার্ক গিয়ারের ফ্ল্যাগশিপ আউটলেট
রাজধানীর উত্তরায় চালু হলো আধুনিক পোশাকের ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ার। সম্প্রতি উত্তরার সোনারগাঁও জনপদের ১১ নম্বর সেক্টরে মক্কা-মদিনা ট্রেড সেন্টারে চালু হয়েছে নতুন ফ্ল্যাগশিপ আউটলেটটি। ফ্যাশনপ্রেমীদের জন্য আধুনিক পোশাকের সম্ভার দিয়ে সাজানো হয়েছে তাদের প্রতিটি শোরুম। এটিও তার ব্যতিক্রম নয়।
সবার জন্য প্রয়োজনীয় পোশাক, এক্সেসরিজ ও কসমেটিক্স আইটেম রয়েছে তাদের সম্ভারে। ফ্যাশনপ্রেমীদের জন্য থাকছে আন্তর্জাতিক মানের সব পোশাক। ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে শার্ট, টি-শার্ট, পোলো, গ্যাবাডিন, ডেনিম ও রুচিশীল পোশাক। মিলবে টাউজার, থ্রি-কোয়ার্টার ও শর্টপ্যান্টও।
আরও পড়ুন: অপু বিশ্বাসের হাত ধরে ঈশ্বরদীতে যাত্রা করলো ‘বিটু’
প্রতিটি পোশাকের ফেব্রিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ছেলেদের প্যান্টের মধ্যে ডেনিমের বিশাল কালেকশন রয়েছে। মেনস সুট, এক্সিকিউটিভ শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, ফরমাল শার্ট, ফরমাল ও ক্যাজুয়াল প্যান্ট মিলবে এখানে। এছাড়া পুরুষদের এক্সেসরিজ আইটেম টাই, বেল্ট, ওয়ালেট, স্পোর্টস ওয়্যার ও নানা ব্র্যান্ডের পারফিউম পাওয়া যাবে।
মেয়েদের বেশিরভাগ কালেকশনই ওয়েস্টান প্যার্টানে। আরামদায়ক এসব পোশাকের মধ্যে থাকছে কুর্তি, লং কামিজ, শর্ট কামিজ, টিউনিক, টপস, লং ড্রেস, পালাজো, পাজামা ও প্যান্ট। ছেলেশিশুদের জন্য নানা ডিজাইনের টি-শার্ট, শার্ট, পোলো ও প্যান্ট। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকে রয়েছে রঙের বাহার, যা শিশুরা পছন্দ করবে। মেয়েশিশুদের জন্য থাকছে ফ্রগ ও বাহারি ডিজাইনের পোশাক। সদ্য জন্ম নেওয়া শিশুর জন্যও থাকছে বাহারি কালেকশন।
আরও পড়ুন: জেলার ইতিহাস নিয়ে নারায়ণগঞ্জে সেইলর
ঢাকার গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুরে রয়েছে তাদের আউটলেট। এছাড়া ঢাকার বাইরে বরিশাল, বগুড়া, রংপুর, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীতে তাদের শোরুম রয়েছে। প্রতিটি শোরুমেই মিলবে নতুন পোশাকের কালেকশন।
এসইউ/এএসএম