টমেটো দ্রুত পচে যায়? যেভাবে সংরক্ষণ করবেন

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:২২ পিএম, ২৯ মার্চ ২০২৩

টমেটো যেমন স্বাদে সেরা, তেমনই পুষ্টিগুণে ভরা। ভিটামিন সি’তে ভরা এই সবজি সব খাবারের সঙ্গেই দারুণ মানিয়ে যায়। তবে টমেটো খুব দ্রুত নষ্ট হয়ে যায়।

বিশেষ করে এটি সঠিক উপায়ে সংরক্ষণ না করলে দ্রুত নষ্ট হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক টমেটো দ্রুত নষ্ট হওয়া থেকে রক্ষা করতে কীভাবে সংরক্ষণ করবেন-

আরও পড়ুন: কাঁচা মরিচ যেভাবে সংরক্ষণ করলে ভালো থাকবে একমাস

১. আস্ত টমেটো সংরক্ষণে এর উপরের খোসা তুলে ফেলুন। এজন্য ১০ মিনিট টমেটো পানিতে সেদ্ধ করে নিন। তারপর এর চামড়া তুলে ফেলে তা ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে জিপলক ব্যাগে রেখে দিনে ফ্রিজে।

২. টমেটো ব্লেন্ড করে পিউরি তৈরির মাধ্যমেও ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। স্যুপ, স্টু, সস ও আরও অনেক কিছুতে ব্যবহার করতে পারবেন এই পিউরি।

আরও পড়ুন: মাংস যেভাবে সংরক্ষণ করলে ভালো থাকবে দীর্ঘদিন

৩. টমেটো রোদে শুকিয়েও অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। এজন্য টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করুন ও পাতলা টুকরো করে কেটে পিঙ্ক সল্ট দিয়ে কমপক্ষে ১-২ সপ্তাহের জন্য কড়া রোদে শুকাতে দিন।

এই সহজ টিপসগুলো অনুসরণ করে, আপনি টমেটো দীর্ঘদিন রান্নায় ব্যবহার করতে পারবেন।

সূত্র: প্রেসওয়্যার ১৮

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।