ফিটকিরিতেই দূর হবে ত্বকের কালো দাগ ও ব্রণ
ত্বকের যত্নে ফিটকিরি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। এই অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে।
ফিটকিরি একটি ব্যাকটেরিওস্ট্যাটিক উপাদান, যা ব্যাকটেরিয়া বৃদ্ধিকে বাধা দেয় ও ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। চাইলে আপনি নিয়মিত ফিটকিরি ত্বকে ব্যবহার করতে পারেন, তবে তা নির্ভর করে আপনার ত্বকের ধরন কেমন।
আরও পড়ুন: ৪০ বছরেও প্রিয়াঙ্কার ত্বক যেভাবে বলিরেখামুক্ত
আপনার ত্বক যদি সংবেদনশীল না হয়, তাহলে আপনি দিনে একবার আপনার মুখে ক্লিনজার হিসেবে ফিটকিরি ব্যবহার করতে পারেন। এছাড়া তৈলাক্ত ত্বক বা ব্রণ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন ফিটকিরি।
ত্বকের জন্য ফিটকিরি ব্যবহারের অনেক উপকারিতা আছে। এটি ত্বকের ব্রণের সমস্যা কমানোর পাশাপাশি কালো দাগ কমাতেও সাহায্য করে। এমনকি ত্বক থেকে মৃত কোষ দূর করে ভেতর থেকে ত্বক পরিষ্কার করতে সাহায্য করে এই উপাদান।
আরও পড়ুন: ১০ খাবারেই বাড়বে ত্বক ও চুলের সৌন্দর্য
ত্বকের যত্নে ফিটকিরি কীভাবে ব্যবহার করবেন?
সকালে ঘুম থেকে ওঠার পর এটিকে ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার বাইরে থেকে ঘরে ফিরেই ফিটকিরি ব্যবহার করুন। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হবে।
ফিটকিরি পানিতে ভিজিয়ে তারপর ভেজা মুখে ব্যবহার করুন। এরপর খালি হাতে কিছুক্ষণ ম্যাসেজ করে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
সূত্র: প্রেসওয়্যার ১৮
জেএমএস/এএসএম