মুখের ভেতরে ঘা হয়েছে, ওরাল ক্যানসারের লক্ষণ নয় তো?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৭ জানুয়ারি ২০২৩

 

মুখের ভেতরে ঘা হওয়ার সমস্যায় কমবেশি সবাই ভোগেন। ভিটামিন স্বল্পতার কারণেই মাউথ আলসারের সমস্যা বেশি দেখা যায়।

তবে এই সমস্যাকে সাধারণভাবে নেবেন না, কারণ ওরাল ক্যানসারেরও লক্ষণ হতে পারে মুখের ঘা। যদি দীর্ঘদিন ধরে কিংবা প্রায়ই আপনি মুখের ভেতরে লাল বা সাদা ঘা কিংবা ক্ষত দেখেন তাহলে সতর্ক হতে হব।

শরীরে ক্যানসার আছে কি না বুঝে নিন লক্ষণ দেখেই

সব ধরনের ক্যানসারের মধ্যে মাউথ ক্যানসার বা ওরাল ক্যানসার অনেকটাই বেড়েছে। মুখের যে কোনও জায়গায় বা বিজ্ঞানসম্মত উপায়ে বললে মাউথ ক্যাভিটির কোনও স্থানে কর্কটরোগ হলে বলা যায় ওরাল ক্যানসার।

যদিও মুখের এই ক্যানসার প্রথমদিকে ধরা পড়লে রোগী বেঁচে যান। তাই রোগের উপসর্গ জেনে রাখলে আগে থেকেই সতর্ক হওয়া সম্ভব।

পুরুষের প্রোস্টেট ক্যানসার কতটা মারাত্মক? যে খাবার ঝুঁকি বাড়ায়

জিভ, মাড়ি, ঠোঁট, গালের ভেতরের দিক, চোয়াল কিংবা মুখের তলায় ক্ষত বা মাংসপিণ্ড সৃষ্টির মাধ্যমে ওরাল ক্যানসারের সূত্রপাত ঘটে।

ওরাল ক্যানসারের লক্ষণ কী কী?

>> মুখের ভেতর ঘা হওয়া
>> ক্ষত না সারা
>> মুখের ভেতর কোথাও সাদা বা লাল দাগ দেখা
>> মুখের কোনো একটি স্থান ফুলে ওঠা
>> মুখে ব্যথা
>> খাবার গিলতে ব্যথা ইত্যাদি।

লক্ষণ দেখলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

৫০ ধরনের ক্যানসার ধরা পড়বে এক টেস্টেই!

কাদের ঝুঁকি বেশি?

>> সিগারেট, জরদাজাতীয় তামাক খান যারা
>> মদ্যপান করলে
>> বেশিরভাগ সময় রোদে থাকলে ঠোঁটে ক্যানসার হতে পারে
>> এইচপিভি ভাইরাস থেকে এই রোগের ঝুঁকি বাড়ে।

পেটে ব্যথা-বদহজমে ভুগছেন, ক্যানসারের লক্ষণ নয় তো?

ওরাল ক্যানসার প্রতিরোধে করণীয়

>> ধূমপান বা তামাক সেবন বন্ধ করুন।
>> মদ্যপান থেকে বিরত থাকুন।
>> রোদে গেলে সানস্ক্রিন মাখুন।
>> নিয়মিত ডেন্টিস্টের কাছে যান।

মলত্যাগের সময় বসার যে ভুলে হতে পারে অন্ত্রের ক্যানসার

সূত্র: মায়োক্লিনিক

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।