দুধ ও দুধের তৈরি খাবার কেনার সময় করণীয় ও বর্জনীয়

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

দুধ একটি আদর্শ খাবার। শরীরের জন্য খুবই উপকারী এই খাবার কেনার সময় সবারই সতর্ক থাকা উচিত। একই সঙ্গে দুধ ও এর তৈরি খাবার গ্রহণের সময়ও সচেতন হতে হবে।

বিশেষ করে প্যাকজাত খাবার কেনার সময় দেখে নিতে হবে সেটি মেয়াদযুক্ত কি না কিংবা প্যাকেজিং ঠিকমতো আছে কি না।

যদি এসব দেখে না কেনেন কিংবা গ্রহণ করেন তাহলে শারীরিক সমস্যায় পড়তে পারেন। এ কারণে জেনে নিন দুধ ও দুধের তৈরি খাবার কেনার সময় করণীয় ও বর্জনীয় সম্পর্কে-

করণীয়

১. যথাসম্ভব পাস্তরিত দুধ ও দুগ্ধজাত খাবার ক্রয় করুন।
২. বিশ্বস্ত ও স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক প্যাকেটজাতকৃত দুধ ও দুগ্ধজাত পণ্য ক্রয় করা।
৩. সম্ভব হলে ঘরে দই তৈরি করুন।
৪. প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্য কেনার সময় সর্বোত্তম ব্যবহারের তারিখ দেখা।
৫. মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের (বিএসটিআই) অনুমোদিত সিল দেখে ক্রয় করা।

বর্জনীয়

১. বিবর্ণ, ঝাঁঝালো স্বাদের টক গন্ধযুক্ত দুধ কিনবেন না।
২. ময়লা, ফাটা ও ছিদ্রযুক্ত মোড়ক হলে কিনবেন না।
৩. মোড়কের গায়ে সুস্পষ্টভাবে উৎপাদনের তারিখ, মেয়াদউত্তীর্ণের তারিখ ও সর্বোত্তম ব্যবহারের তারিখ উল্লেখ না থাকলে।
৪. দুধ ও দুগ্ধজাত পণ্য কেনার সময় সেটি মেয়াদউত্তীর্ণ কি না দেখে নিন।
৫. অপস্তরিত দুধ ও দুধের তৈরি খাবার কেনা ও গ্রহণ করা এড়িয়ে চলুন।

সূত্র: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

খাবার পরিবেশনে কোন পাত্র ব্যবহার করবেন আর কোনটি নয়?

রান্নাঘর থেকে কীটপতঙ্গ দূর করার সহজ কৌশল

মাছ-মাংস ও মুরগি কেনার সময় যা খেয়াল রাখবেন

ফল ও শাকসবজি কেনার সময় যেদিকে খেয়াল রাখবেন

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।