অধূমপায়ীরাও যে কারণে আক্রান্ত হন সিওপিডিতে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২২

সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনক ফুসফুসের ব্যাধি। ফুসফুস থেকে বায়ুপ্রবাহে বাঁধা সৃষ্টি করে এই রোগ। এর পা্রথমিক উপসর্গের মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, কাশি, শ্লেষ্মা (থুথু) ও শ্বাসকষ্ট।

ধূমপায়ীদের মধ্যেই এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি। তবে অধূমপায়ীরাও ফুসফুসের এই মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। সিওপিডি আক্রান্তদের মধ্যে হৃদরোগ, ফুসফুসের ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি অন্যান্যদের চেয়ে বেশি।

অধূমপায়ীরা কেন আক্রান্ত হন?

এ বিষয়ে মুম্বাইয়ের কনসাল্টিং চেস্ট ফিজিশিয়ান ডা. গিরিশ জয়ওয়ান্ত জানিয়েছেন, বিষাক্ত গ্যাস বা কণা দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করলে সিওপিডি হওয়ার ঝুঁকি বাড়ে।

বেশিরভাগ সময় এই রোগ তাদের সঙ্গে জড়িত যারা ধূমপায়ী। বিশ্বব্যাপী প্রায় ৩৫ শতাংশ মানুষ ধূমপানের কারণে সিওপিডিতে আক্রান্ত হয়েছেন, এ সংখ্যা দিন দিন বাড়ছে।

তবে শুধু ধূমপায়ীরাই নন, অধূমপায়ীরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বিশ্বব্যাপী সিওপিডিতে আক্রান্তদের মধ্যে অর্ধেকই অধূমপায়ী।

মূলত বায়ু দূষণ, ধোঁয়া, গ্যাস, কিংবা পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীদের মধ্যেও বাড়ছে সিওপিডিতে আক্রান্তের ঝুঁকি।

ফুসফুস ভালো রাখবেন কীভাবে?

১. অধূমপায়ীরা যদি পরোক্ষ ধূমপান এড়িয়ে চলেন তাহলে সিওপিডির ঝুঁকি কমতে পারে ও ফুসফুসও ভালো থাকবে।

২. অতিরিক্ত ধুলা, বিষাক্ত ধোঁয়া, রাসায়নিক গ্যাস ছড়িয়ে আছে এমন স্থান এড়িয়ে চলুন।

৩. নির্মাণশ্রমিক যারা নিয়মিত ধোঁয়া, ধুলা-বালিতে কাজ করেন তারা নিয়মিত মাস্ক পরুন।

৪. বড় জমায়েত এড়িয়ে চলুন। শীতকালে ফ্লু ও সংক্রমণ থেকে বাঁচতে বাৎসরিক ফ্লু ভ্যাকসিন নিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।