দিনে কয় কাপ কফি পান করেন শাহরুখ খান?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:২০ এএম, ০১ অক্টোবর ২০২২

বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। বর্তমানে তার বয়স ৫৬ বয়স হলেও তাকে দেখে তা টের পাওয়া যায় না। শাহরুখের সিক্স প্যাকের শরীর দেখে ভক্তরা মুগ্ধ হন।

এ বয়সে এসেও দিব্যি তিনি নিজেকে যেন ৩০ বছরের করে রেখেছেন! শাহরুখ খান নিজের শরীর নিয়ে বেশ সচেতন। এজন্য নিয়মিত মানেন কঠোর ডায়েট ও করেন শরীরচর্চা, এ বিষয়ে কমবেশি সবারই ধারণা আছে।

বিজ্ঞাপন

তবে অনেকেই হয়তো জানেন না এই সুপারস্টার দিনে ঠিক কত কাপ কফি পান করেন! জানলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন-

শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘শুধু ঘুমানোর সময়ই আমি কাজ ছাড়া থাকি, আর যতক্ষণ জেগে থাকি ততক্ষণই ব্যস্ত থাকি। কর্মব্যস্ততার কারণেই হয়তো অতিরিক্ত কফি পান করি আমি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই এক কফিপ্রেমী। আমি দিনে এতো পরিমাণ কফি পান করি যে পানি পান করতেই ভুলে যাই।’

‘দৈনিক প্রায় ৩০ কাপেরও বেশি ব্ল্যাক বা কালো কফি পান করি। আমি শুধু এসপ্রেসো কফি পান করি। এই কফি ছাড়া অন্য কোনোটি পান করি না’

একাধিক সাক্ষাৎকারে শাহরুখ খান আরও জানান, তিনি যখনই কোথাও যান সঙ্গে এসপ্রেসো মেশিন নিয়ে যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে শাহরুখ খান বলেন, ‘আমার ভ্যানিটি ভ্যানে সব সময়ই কফি মেশিন থাকে। যদি দেশের বাইরে কোথায় যাই তখন সেখানকার হোটেলে না পেলে নিজেই কিনে ফেলি কফি মেশিন। আমি সত্যিই কফিতে আসক্ত। কফি ছাড়া আমার চলেই না।’

সূত্র: পিংকভিলা/কইমই

জেএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।