ওমিক্রনের যে লক্ষণ দেখা দিচ্ছে চোখে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২২ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ওমিক্রনে সংক্রমিত ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের মাধ্যমে বিশেষজ্ঞরা ও গবেষকরা লক্ষ্য করেছেন, করোনা মহামারির আগের রূপগুলোর তুলনায় বর্তমান লক্ষণগুলোর বেশিরভাগই নতুন। প্রথাগত তিনটি কোভিড লক্ষণ- কাশি, জ্বর ও স্বাদ-গন্ধের পরিবর্তন ছাড়াও ওমিক্রনের বিভিন্ন উল্লেখযোগ্য লক্ষণ দেখা দিচ্ছে আক্রান্তদের শরীরে।

সাম্প্রতিক গবেষণা অনুসারে, ওমিক্রনের বিভিন্ন লক্ষণগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য এক গুরুতর উপসর্গ দেখা দিচ্ছে চোখে। অনেকেই বিষয়টিকে সাধারণ চোখের সমস্যা বলে ভেবে নিলেও তা হতে পারে ওমিক্রনের গুরুতর এক লক্ষণ।

অধ্যয়ন সম্পর্কে

বিএমজে ওপেন অপথালমোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, কোভিডের লক্ষণগুলো চোখকেও প্রভাবিত করতে পারে। ফলে চোখে দেখা দিতে পারে নানা সমস্যা।

গবেষকরা কোভিড-পজিটিভ রোগীদের কাছ থেকে স্ব-প্রতিবেদিত ডেটা পেতে এক্ষেত্রে কাঠামোগত প্রশ্নাবলী ব্যবহার করেছেন। চোখ-সম্পর্কিত লক্ষণগুলোর ফ্রিকোয়েন্সি ও সময়কাল সম্পর্কে জিজ্ঞাসা করে, গবেষণা দল আক্রান্তদের কাছ থেকে চোখের সবচেয়ে সাধারণ কোভিড লক্ষণগুলো খুঁজে পেয়েছে।

করোনা সংক্রমণে চোখে যে লক্ষণ দেখা দিচ্ছে

গবেষকরা দেখেছেন, আক্রান্তদের চোখের সবচেয়ে সাধারণ লক্ষণগুলো হলো ফটোফোবিয়া, চোখে ব্যথা, ঘা ও চুলকানি। ফটোফোবিয়ায় বেশিরভাগ অংশগ্রহণকারীই ভোগেন বলে জানা যায়। এছাড়া আলোর প্রতি সংবেদনশীলতাসহ চোখের ব্যথা হলো সবচেয়ে উল্লেখযোগ্য ওমিক্রনের লক্ষণ। অন্যান্য লক্ষণের মধ্যে েআছে ঝাপসা দৃষ্টি, লালচে ও রক্তাক্ত চোখ।

সমীক্ষায় দেখা গেছে, পুরুষ ও নারীদের ক্ষেত্রে করোনার উপসর্গে কোনো পার্থক্য নেই। প্রায় ৮১ শতাংশ অংশগ্রহণকারী জানান যে, তারা অন্যান্য লক্ষণগুলোর সঙ্গে দুই সপ্তাহের মধ্যে চোখের লক্ষণগুলোও অনুভব করেছেন। অন্যদিকে ৮০ শতাংশ অধ্যয়ন অংশগ্রহণকারীরা জানিয়েছেন, তাদের চোখের সমস্যা দুই সপ্তাহেরও কম সময় ধরে স্থায়ী হয়েছিল।

কানাডিয়ান জার্নাল অব অফথালমোলজিতে প্রকাশিত এক সমীক্ষায়, কনজেক্টিভাইটিস বা গোলাপি চোখকে কোভিডের অন্যতম উপসর্গ হিসেবে চিহ্নিত করেছে। কনজাংটিভাইটিস বলতে কনজাংটিভার প্রদাহকে বোঝায়, যা চোখের পাতার ভেতরের দিকে একটি পাতলা ঝিল্লি থাকে।

চোখ ছাড়াও করোনার বিভিন্ন উপসর্গে ভোগেন আক্রান্তরা। যেমন-

১. শরীরের ব্যাথা
২. মাথাব্যথা
৩. গলা ব্যথা
৪. নাক বন্ধ বা সর্দি
৫. ক্ষুধামান্দ্য
৬. ডায়রিয়া
৭. উচ্চ তাপমাত্রা
৮. ক্রমাগত কাশি
৯. স্বাদ ও গন্ধ হারানো ইত্যাদি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।