কোন শাড়ির যত্ন কীভাবে করবেন?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০৫ আগস্ট ২০২২

সব নারীর কাছে আছে বাহারি সব শাড়ি। বাঙালি নারীকে শাড়িতে যেমন মানায়, আর হয়তো কোনো পোশাকে তেমন সুন্দর দেখায় না! বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কমবেশি সব নারীই শাড়ি পড়েন।

আবার অনেকেই নিয়মিত অফিসেও পরে যান শাড়ি। অন্যান্য পোশাকের চেয়ে শাড়ির যত্ন ও সংরক্ষণের বিষয়ে সবারই সতর্ক হতে হয়। না হলে সামান্য ভুলেও পছন্দের শাড়িটি নষ্ট হতে পারে।

তবে কোন শাড়ির যত্ন ও সংরক্ষণ কীভাবে কীভাবে শাড়ির যত্ন করবেন তা জেনে নিন। তাহলে অনেক পুরোনো শাড়িও রাখতে পারবেন নতুনের মতোই।

>> সুতি ও লিনেনজাতীয় শাড়ি ধোয়ার সময় বিশেষ নজর দিতে হবে।

>> গুঁড়া সাবানের চেয়ে লিকুইড সাবান দিয়ে শাড়ি পরিষ্কার করুন।

>> সব সময় ছায়াঘেরা জায়গায় শাড়ি শুকাতে দিন। নাহলে রোদের তাপে রং নষ্ট হয়ে যেতে পারে।

>> সুতির শাড়ি ভালো করে ভাঁজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। আর অবশ্যই একটি হ্যাঙ্গারে একটিই শাড়ি রাখুন।
প্লাস্টিকের হ্যাঙ্গার ব্যবহার করুন। লোহার বা স্টিলের হ্যাঙ্গার ব্যবহার করলে শাড়িতে দাগ ধরে যেতে পারে।

>> সুতির শাড়ি আয়রন করার প্রয়োজন হয়। শাড়ির উপর একটা কাপড় পেঁচিয়ে তারপর সঠিক তাপমাত্রায় আয়রন করে নিন।

>> আলমারিতে শাড়ি ভাঁজ করে রাখার পরিবর্তে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে শাড়ি ভালো থাকবে।

>> কর্পূর বা ন্যাপথালিন কখনো শাড়ির ভেতরে রাখবেন না। কোনো ছোট কাপড়ে মুড়িয়ে তারপর রাখুন।

>> শাড়িতে সরাসরি কখনো বডি-স্প্রে বা পারফিউম ব্যবহার করবেন না। এতেও শড়িতে দাগ পড়ে যেতে পারে।

জেএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।